নিরুপায় জনগণ
রক্তের বন্যায় ভাসে এই নগরী
মহাপাপে লিপ্ত পূণ্যের পূজারী।
শক্তির লড়াইয়ে জনতার ক্রন্দন
স্পন্দন আছে তবু নেই কোন বন্ধন।
পণ আজ একটাই চাই শুধু অর্থ
কেড়ে নিতে নেই দ্বিধা জনতার স্বার্থ।
ভোগ দখলের নেশা ঘরে ঘরে উদ্ভব
সন্ত্রাসবাদীরা করে যায় উৎসব।
কৌশলে চাঁদাবাজি চারিদিকে পাতা ফাঁদ
দাম্ভিক চেতনা করে দিয়ে উৎখাত।
গম্ভীর ভাবনায় জাগ্রত জনগণ
সুযোগের সন্ধানে দিন-রাত গোনে ক্ষণ।
রক্তের নেশা তবু কারো পিছু ছাড়ে না
নিস্ফল হল যেন বাঙ্গালীর সাধনা।
শক্তির লড়াইয়ে জয় পেয়ে উদ্ধার
বুদ্ধির মারপ্যাঁচে করে যায় চিৎকার।
নগরীর অলি-গলি সবখানে গুঞ্জন
অর্থের বিনিময়ে বিক্রীত বন্ধন।
গোপনে বেঁচে দিয়ে বাঙ্গালীর স্বপ্ন
স্বার্থ উদ্ধারে আজ ওরা মগ্ন।
জনগণ নিরুপায় বসে নিজ আসনে
বিবেকের যন্ত্রণা সয়ে যায় গোপনে।
ও রে বোকা জনগণ বেচে দিল রক্ত
তবু তোরা রয়ে গেলি আজো তার ভক্ত।
মহাপাপে লিপ্ত পূণ্যের পূজারী।
শক্তির লড়াইয়ে জনতার ক্রন্দন
স্পন্দন আছে তবু নেই কোন বন্ধন।
পণ আজ একটাই চাই শুধু অর্থ
কেড়ে নিতে নেই দ্বিধা জনতার স্বার্থ।
ভোগ দখলের নেশা ঘরে ঘরে উদ্ভব
সন্ত্রাসবাদীরা করে যায় উৎসব।
কৌশলে চাঁদাবাজি চারিদিকে পাতা ফাঁদ
দাম্ভিক চেতনা করে দিয়ে উৎখাত।
গম্ভীর ভাবনায় জাগ্রত জনগণ
সুযোগের সন্ধানে দিন-রাত গোনে ক্ষণ।
রক্তের নেশা তবু কারো পিছু ছাড়ে না
নিস্ফল হল যেন বাঙ্গালীর সাধনা।
শক্তির লড়াইয়ে জয় পেয়ে উদ্ধার
বুদ্ধির মারপ্যাঁচে করে যায় চিৎকার।
নগরীর অলি-গলি সবখানে গুঞ্জন
অর্থের বিনিময়ে বিক্রীত বন্ধন।
গোপনে বেঁচে দিয়ে বাঙ্গালীর স্বপ্ন
স্বার্থ উদ্ধারে আজ ওরা মগ্ন।
জনগণ নিরুপায় বসে নিজ আসনে
বিবেকের যন্ত্রণা সয়ে যায় গোপনে।
ও রে বোকা জনগণ বেচে দিল রক্ত
তবু তোরা রয়ে গেলি আজো তার ভক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ৩০/০৪/২০১৮আগের থেকে অনেক ভালো ও পরিনত । তবে পঞ্চম অনুচ্ছেদে "বিনিময়ে " হবে ॥