www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরবিচ্ছিন্ন বন্ধন

বন্ধন ছিন্ন হবার মত দুর্ঘটনা যেন কারো জীবনে না ঘটে,
তার চেয়ে একাই দিন কাটুক; যদি সম্ভাবনা থাকে বিচ্ছিন্ন হবার।
সঙ্গী হারা একাকী পাখি ঠিকানা হারায় নীল আকাশের সীমানায়,
আনন্দঘন সুখের মুহূর্ত গুলো হারিয়ে যায় এক নিমিষে।

সঙ্কীর্ণতার মাঝে বেড়ে ওঠা কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ,
যেন কারো না করতে হয়; কাঁদতে না হয় নিভৃতে।
প্রয়োজনের কাছে জিম্মি আজ সবাই তবে বন্দী নয়,
নিরুপায় প্রাণের আকুতি সমস্বরে ভেসে যায় বেদনার বানে।

অনুভূতির নিষ্পেষণে জর্জরিত শত্রুও যেন না হয়,
বাইরের হাসি আর ভেতর জলন্ত শিখার নির্মমতার শিকার।
যন্ত্রণা কাউকে দেখানো যায়না; নেই পরিমাপের একক,
প্রকাশ করার ভাষাও থাকেনা কোন কোন ক্ষেত্রে।

অভাবনীয় দুরন্তপনার ছেলেবালাকে হেলায় হারিয়ে,
যৌবনের দিপ্তময় উজ্জ্বল মুহূর্তগুলি ঢেকে দেয় যে আঁধার।
সে আঁধার হারিয়ে যাক সহযোগিতার আলোতে; হাসুক সবাই,
ফুটে উঠুক ফুল শুকনো ডালে; ঝরুক বৃষ্টি মিলিয়ে যাক তাপদাহ।

সম্ভাবনাময় জীবনে কেউ যেন নিরুপায় না হয় হৃদয়ের দহনে,
শান্তির পরশ মাখা বসন্তের বাতাস লাগুক সবার গায়ে সারাক্ষণ।
বিশুদ্ধ সরোবরে অবগাহনে মজবুত হোক সকল সম্পর্কের ভীত,
নিরবিচ্ছিন্ন হোক প্রতিটি বন্ধন নেমে আসুক ভুবনে স্বর্গীয় সুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast