নির্বাসিত জীবন
বেঁচে থাকা আজ কাল নির্বাসন মনে হয়,
জীবনের পানে চেয়ে আসলে এ বাঁচা নয়।
প্রতিভাবানদের তোষামোদি সারাক্ষণ,
স্বাধীন নিজের সাথে পরাধীন আলাপন।
উদ্ভট নিয়মের অদ্ভুদ সমাদর,
পৃথিবীটা মনে হয় যান্ত্রিক কারাগার।
ক্ষেত্রের অভাবী নিরীহের আহ্বান,
জীবনী শক্তি করে যায় সন্ধান।
প্রাণটাকে হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে,
জিবীকার তাগিদে চারিদিকে ছড়িয়ে।
নেই কারো নিশ্চিত ঘরে ফেরার আস্থা,
সময়ের চেয়ে যেন প্রাণ আজ সস্তা।
শক্তি সঞ্চয়ে পৃথিবীটা ব্যস্ত,
মুক্ত নিঃশ্বাসে সকলে অসুস্থ।
ঘটা করে শুরু হয় কল্যাণের আয়োজন,
সকলে ভুলে গেছে সুস্থতা প্রয়োজন।
অধিকার হরণে পেলে প্রশান্তি,
জীবনের আকাশ জুড়ে নেমে আসে ক্লান্তি।
গদ বাঁধা নিয়মে বিবেক আজ অচেতন,
তাই চাপা কান্নায় কেটে যায় এ জীবন।
জীবনের পানে চেয়ে আসলে এ বাঁচা নয়।
প্রতিভাবানদের তোষামোদি সারাক্ষণ,
স্বাধীন নিজের সাথে পরাধীন আলাপন।
উদ্ভট নিয়মের অদ্ভুদ সমাদর,
পৃথিবীটা মনে হয় যান্ত্রিক কারাগার।
ক্ষেত্রের অভাবী নিরীহের আহ্বান,
জীবনী শক্তি করে যায় সন্ধান।
প্রাণটাকে হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে,
জিবীকার তাগিদে চারিদিকে ছড়িয়ে।
নেই কারো নিশ্চিত ঘরে ফেরার আস্থা,
সময়ের চেয়ে যেন প্রাণ আজ সস্তা।
শক্তি সঞ্চয়ে পৃথিবীটা ব্যস্ত,
মুক্ত নিঃশ্বাসে সকলে অসুস্থ।
ঘটা করে শুরু হয় কল্যাণের আয়োজন,
সকলে ভুলে গেছে সুস্থতা প্রয়োজন।
অধিকার হরণে পেলে প্রশান্তি,
জীবনের আকাশ জুড়ে নেমে আসে ক্লান্তি।
গদ বাঁধা নিয়মে বিবেক আজ অচেতন,
তাই চাপা কান্নায় কেটে যায় এ জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৩/০৫/২০১৮বেঁচে থাকা আজ কাল নির্বাসন মনে হয়, অসাধারণ কথা ।দারুণ !
-
সাগর আল হেলাল ২২/০৫/২০১৮ভালো লাগলো।
-
পবিত্র চক্রবর্তী ২২/০৫/২০১৮বক্তব্য ভালো নূর । তবে নিরীহের , জীবিকার , চাপা কান্নায় হবে বাবু ॥