নির্বাচনী প্রতিশ্রুতি
নিদ্রাহীনকে নিদ্রা দেবো, স্ত্রী হীনকে বউ,
নিঃসন্তান কে সন্তান দেবো, দেয়নি আগে কেউ।
অসুস্থরা সুস্থ হবে, অশান্তিতে আরাম পাবে,
খর তাপে পোড়ে যারা তাদের ঘরে এসি হবে।
কাঁদছে যারা হাজার দুখে, ফুটবে হাঁসি তাদের মুখে,
অর্থ দেবো অভাবী কে, মরে গিয়েও থাকবে সুখে।
জ্ঞানী হবে মূর্খ ব্যক্তি, দুর্বল দেহে আসবে শক্তি,
কষ্ট নামের আপদ হতে, সকল লোকে পাবে মুক্তি।
পায়ে হেঁটে চলছে যারা, গাড়ীর মালিক হবে তারা,
মুশলধারে বৃষ্টি দেবো, নামবে যখন দারুন খরা।
করব যুবক বৃদ্ধ হলে, কবর হতে টেনে তুলে,
লাশ গুলোকে বাঁচিয়ে দেবো, শুধু আমায় ভোটটা দিলে।
মুখটা ফুটে যে যা চাবে, এক মুহূর্তে সে তা পাবে,
কাঁচা মাটির ঘর গুলো সব, পাকা ইটের দালান হবে।
যারা খাঁটে মাঠে ঘাটে, শুতে পারবে সোনার খাটে,
চালাক চতুর বানিয়ে দেবো, যে বোঝেনা হিসেব মোটে।
ঘরে ঘরে কলেজ হবে, গরু ছাগল ডিগ্রী নেবে,
চললে আমার কথা মত, মরবে না কেউ বেঁচে রবে।
সবার মনের সকল চাওয়া, কথা দিলাম হবে পাওয়া,
আপনাদের দায়িত্ব শুধু, আমার বাক্সে ভোটটা দেওয়া।
নিঃসন্তান কে সন্তান দেবো, দেয়নি আগে কেউ।
অসুস্থরা সুস্থ হবে, অশান্তিতে আরাম পাবে,
খর তাপে পোড়ে যারা তাদের ঘরে এসি হবে।
কাঁদছে যারা হাজার দুখে, ফুটবে হাঁসি তাদের মুখে,
অর্থ দেবো অভাবী কে, মরে গিয়েও থাকবে সুখে।
জ্ঞানী হবে মূর্খ ব্যক্তি, দুর্বল দেহে আসবে শক্তি,
কষ্ট নামের আপদ হতে, সকল লোকে পাবে মুক্তি।
পায়ে হেঁটে চলছে যারা, গাড়ীর মালিক হবে তারা,
মুশলধারে বৃষ্টি দেবো, নামবে যখন দারুন খরা।
করব যুবক বৃদ্ধ হলে, কবর হতে টেনে তুলে,
লাশ গুলোকে বাঁচিয়ে দেবো, শুধু আমায় ভোটটা দিলে।
মুখটা ফুটে যে যা চাবে, এক মুহূর্তে সে তা পাবে,
কাঁচা মাটির ঘর গুলো সব, পাকা ইটের দালান হবে।
যারা খাঁটে মাঠে ঘাটে, শুতে পারবে সোনার খাটে,
চালাক চতুর বানিয়ে দেবো, যে বোঝেনা হিসেব মোটে।
ঘরে ঘরে কলেজ হবে, গরু ছাগল ডিগ্রী নেবে,
চললে আমার কথা মত, মরবে না কেউ বেঁচে রবে।
সবার মনের সকল চাওয়া, কথা দিলাম হবে পাওয়া,
আপনাদের দায়িত্ব শুধু, আমার বাক্সে ভোটটা দেওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৪/১১/২০১৮
অসাধারণ
অসাধারণ
অসাধারণ।
অসাধারণ একটা কবিতা। দারুণ হাসলাম।
তবে এর অন্তর্নিহিত সত্যিটাও সব দেশেই সমান ভাবে সত্যি।
আমার আন্তরিক শুভেচ্ছা রইল।