নিরাপত্তা
বইছে যখন নির্মল বায়ু
বাড়ছে তখন সুখের আয়ু,
অঝর ধারায় ঝরার পরেও
পরম সুখে তৃপ্ত স্নায়ু।
ছুটে চলার নামই জীবন
থাকবে সেথায় হাসি ক্রন্দন,
আসবে বাঁধা শুভ কাজে
কভু আবার দুঃখের দহন।
জয় করে এই বিশ্বটাকে
মনে খুশীর পরশ মেখে,
ব্যাথায় হলে নিমজ্জিত
সফলতা আগলে রেখে।
কার কি বা আর করার আছে
যার সুখেরা হারিয়ে গেছে,
কষ্ট নিয়ে পথে চলা
চোখের জলে জীবন বাঁচে।
শান্তনা তার শেষ সম্বল
হৃদয়টা যার অতি কোমল,
নিরাপত্তার ঠাই দিয়ে যায়
তার বিছানো খুশীর আঁচল।
বাড়ছে তখন সুখের আয়ু,
অঝর ধারায় ঝরার পরেও
পরম সুখে তৃপ্ত স্নায়ু।
ছুটে চলার নামই জীবন
থাকবে সেথায় হাসি ক্রন্দন,
আসবে বাঁধা শুভ কাজে
কভু আবার দুঃখের দহন।
জয় করে এই বিশ্বটাকে
মনে খুশীর পরশ মেখে,
ব্যাথায় হলে নিমজ্জিত
সফলতা আগলে রেখে।
কার কি বা আর করার আছে
যার সুখেরা হারিয়ে গেছে,
কষ্ট নিয়ে পথে চলা
চোখের জলে জীবন বাঁচে।
শান্তনা তার শেষ সম্বল
হৃদয়টা যার অতি কোমল,
নিরাপত্তার ঠাই দিয়ে যায়
তার বিছানো খুশীর আঁচল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।