নিন্দা
অন্যের দোষ ধরা খুব সোজা কাজ,
গুণগান করতে লাগে বড় লাজ।
হিংসেও হয় বটে কারো ভালো শুনতে,
কেন জানি মজা লাগে বদনাম করতে।
যদি কারো ভাগ্যে ভালো কিছু হয়,
কি কারণে জানি না মরি হিংসায়।
প্রকাশ্যে, আড়ালে দেই হাত তালি,
অপ্রিয় কারো চোখে যায় যদি বালি।
বেশ আরামেই করি কারো দুর্নাম,
নিজে সাজতে ভালো এই সংগ্রাম।
প্রতিবেশী করে যদি সুখে সংসার,
মনে মনে জ্বলে পুড়ে হই অঙ্গার।
পদে পদে ধরি আমি অপরের ভুল,
কেউ আজ পায় না ক্ষমা এক চুল।
অথচ আমার ভুল ধরে দিলে কেউ,
ক্রোধের ঝড়ে ওঠে প্রতিবাদী ঢেউ।
অন্যের ভালো আজ চায় বল কে বা,
অন্তরে হিংসা মুখে বাহবা।
আপনার ত্রুটি গুলো পড়ে কারো চোখে,
শত্রু মনে করে মরে যেন শোকে।
অথচ, যদি কেউ ভুল ধরে দেয়,
তবেই তো নিজেকে শুধরানো যায়।
ভালোবাসা পাওয়া যায় করে গুণগান,
সম্মান করলেই মেলে সম্মান।
অপরের ভুল ধরা যত সোজা কাজ,
নিজেকে শুধরানো তত কঠিন আজ।
অন্যের ভুল গুলো যদি ঢেকে দেই,
নির্ভুল হতে নিজে কোন বাঁধা নেই।
গুণগান করতে লাগে বড় লাজ।
হিংসেও হয় বটে কারো ভালো শুনতে,
কেন জানি মজা লাগে বদনাম করতে।
যদি কারো ভাগ্যে ভালো কিছু হয়,
কি কারণে জানি না মরি হিংসায়।
প্রকাশ্যে, আড়ালে দেই হাত তালি,
অপ্রিয় কারো চোখে যায় যদি বালি।
বেশ আরামেই করি কারো দুর্নাম,
নিজে সাজতে ভালো এই সংগ্রাম।
প্রতিবেশী করে যদি সুখে সংসার,
মনে মনে জ্বলে পুড়ে হই অঙ্গার।
পদে পদে ধরি আমি অপরের ভুল,
কেউ আজ পায় না ক্ষমা এক চুল।
অথচ আমার ভুল ধরে দিলে কেউ,
ক্রোধের ঝড়ে ওঠে প্রতিবাদী ঢেউ।
অন্যের ভালো আজ চায় বল কে বা,
অন্তরে হিংসা মুখে বাহবা।
আপনার ত্রুটি গুলো পড়ে কারো চোখে,
শত্রু মনে করে মরে যেন শোকে।
অথচ, যদি কেউ ভুল ধরে দেয়,
তবেই তো নিজেকে শুধরানো যায়।
ভালোবাসা পাওয়া যায় করে গুণগান,
সম্মান করলেই মেলে সম্মান।
অপরের ভুল ধরা যত সোজা কাজ,
নিজেকে শুধরানো তত কঠিন আজ।
অন্যের ভুল গুলো যদি ঢেকে দেই,
নির্ভুল হতে নিজে কোন বাঁধা নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০৯/২০১৮অপূর্ব মননশীলতা।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৯/২০১৮অন্যের ভালো হোক।
-
মহিউদ্দিন রমজান ১৫/০৯/২০১৮অসাধারণ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৫/০৯/২০১৮পদে পদে ধরি আমি অপরের ভুল,
কেউ আজ পায় না ক্ষমা এক চুল।
অথচ আমার ভুল ধরে দিলে কেউ,
ক্রোধের ঝড়ে ওঠে প্রতিবাদী ঢেউ।
এরকমই তো চলছে ভাই