www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিবেদন

বিবেক- তুমি কবে হবে উদার
ক্ষতবিক্ষত ধরণীর মাঝে
উপস্থিত হবে আবার।

চেতনা- ঘুমাবে কত আর
জাগ্রত হও পৃথিবীজুড়ে
পড়েছে হাহাকার।

অনুভূতি- হয়ে ওঠো উদ্যত
কুসংষ্কারে ভরা ধরিত্রীকে
কর তুমি জাগ্রত।

আশা- স্বপ্নে বিভোর থাকো
আকাঙ্ক্ষার শুভ চাঁদরে এই
ভুবন জড়িয়ে রাখো।

প্রতিশ্রুতি- নিজেকে রক্ষা কর
প্রতারনাকে শিক্ষা দিতে
সতর্ক হও আরো।

বিশ্বাস- কখনও ভেঙ্গে যেওনা আর
প্রানপন কর বুঝিয়ে দিতে
ন্যায্য অধিকার।

স্বপ্ন- দেখুক তোমায় সবে
তোমার আবেশে সকল প্রাণী
চিরকাল বেঁচে রবে।

ধৈর্য- হয়ে যাও সীমাহীন
প্রলয়ঙ্করী বিপত্তি এলেও
রয়ে যাও অমলিন।

সুন্দর- কর না অহংকার
কুৎসিত নিজেকে বলি দিল বলে
সুনাম হয়েছে তোমার।

শক্তি- থাকো নিয়ন্ত্রণ
ঠিক সেটুকু ব্যবহৃত হও
যে টুকু প্রয়োজন।

লজ্জা- কি বলব তোমায় আর
প্রতিবাদী হয়ে সামনে দাঁড়াও
অভদ্র বেহায়ার।

মৃত্যু- তোমায় নেই কিছু বলার
কত সময় গাইতে পারব
ইচ্ছে ছিল জানার।

জীবন- তুমি কোথায়
মরণ আমাকে ঘিরে ধরেছে
তুমি ছাড়া কে বাঁচায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast