নেতাময়
আমি এখন মস্ত নেতা
সবাই শোনে আমার কথা
বিপদ আপদ হলে লোকে
আমার কাছে কয়,
দশ বারোটা চামচা নিয়ে
যাচ্ছি জন সেবা দিয়ে
লোকাল বাসের হেল্পাররাও
আমাকে পায় ভয় ।
এইতো সেদিন টি এস সি তে
এক মেয়েকে তুলে নিতে
বাইক টেনে চলে গেছি
দলীয় ভাইয়ের কথায়,
রুমাল মুখে চেপে দিয়ে
মাঝের সিটে বসিয়ে নিয়ে
আশি একশো টান উঠিয়েই
নেতার আস্তানায়।
মনে যা চায় তাই করে যাই
বিনা পয়সায় সবকিছু পাই
মেয়ের পিছে ঘুরতে মানা
নেতায় দিছে বলে,
ইভটিজিং কে বলে সরি
ভদ্র ভাবে প্রপোজ করি
বাড়াবাড়ি করলে শুধু
তাকে নিচ্ছি তুলে।
উগ্রপন্থায় ক্ষণিক শান্তি
নিত্য বাড়ে মনের ক্লান্তি
বুঝতে পারি সবাই কেমন
বাকা চোখে চায়,
সার্টিফিকেট ফেলে দিয়ে
ভদ্রতাকে সরি কয়ে
পাতি নেতা পদবী পেয়ে
আমি নেতাময়।
সবাই শোনে আমার কথা
বিপদ আপদ হলে লোকে
আমার কাছে কয়,
দশ বারোটা চামচা নিয়ে
যাচ্ছি জন সেবা দিয়ে
লোকাল বাসের হেল্পাররাও
আমাকে পায় ভয় ।
এইতো সেদিন টি এস সি তে
এক মেয়েকে তুলে নিতে
বাইক টেনে চলে গেছি
দলীয় ভাইয়ের কথায়,
রুমাল মুখে চেপে দিয়ে
মাঝের সিটে বসিয়ে নিয়ে
আশি একশো টান উঠিয়েই
নেতার আস্তানায়।
মনে যা চায় তাই করে যাই
বিনা পয়সায় সবকিছু পাই
মেয়ের পিছে ঘুরতে মানা
নেতায় দিছে বলে,
ইভটিজিং কে বলে সরি
ভদ্র ভাবে প্রপোজ করি
বাড়াবাড়ি করলে শুধু
তাকে নিচ্ছি তুলে।
উগ্রপন্থায় ক্ষণিক শান্তি
নিত্য বাড়ে মনের ক্লান্তি
বুঝতে পারি সবাই কেমন
বাকা চোখে চায়,
সার্টিফিকেট ফেলে দিয়ে
ভদ্রতাকে সরি কয়ে
পাতি নেতা পদবী পেয়ে
আমি নেতাময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ০৩/০৫/২০১৮বাস্তবিক।
-
সেলিম রেজা সাগর ০৩/০৫/২০১৮বাস্তবিক
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮অনেক ভালো...
-
পবিত্র চক্রবর্তী ০৩/০৫/২০১৮হুম আজ ঠিক আছে । বক্তব্য ভালো