নেতা
রাজা নিজ স্বার্থে প্রজা ফেলে গর্তে
আসলে সে নেতা নয় প্রকৃত অর্থে।
নেতা একা উঠে আসে জনতা বানে ভাসে
প্রতিনিধি চুপচাপ শুধু নিজ স্বার্থে।
তোমাদের যুক্তি ভাবে তার উক্তি
দলে দলে হয়ে যায় প্রলোভনে বিভক্তি।
মেধা আজ সস্তা তাই রাখো আস্থা
মরণের খেলা কি দিতে পারে মুক্তি?
এই মারে জুতো খুলে এই নেয় কোলে তুলে
মিষ্টি কথাতে তোমরাও যাও গলে।
গালি দিয়ে কথা কয় তাই তাকে পাও ভয়
জনতার সামনে দেয় যদি কান মলে।
তার যত লালসা তোমাতেই ভরসা
তোমাকে বুঝতে দেয়না সে সহসা।
কৌশলে ফেলে ফাঁদে তোমাকে সেই বাঁধে
সুযোগের সন্ধানে মিটাতে পিয়াসা।
হয়ে নম্র শ্রোতা শুনে যাও তার কথা
একটু ভেবে দেখো সে বোঝে না কারো ব্যথা।
তবু কোন ভয়ে মরো কথা মত কাজ করো?
একান্তে ভেবে দেখো তুমিই তোমার নেতা।
আসলে সে নেতা নয় প্রকৃত অর্থে।
নেতা একা উঠে আসে জনতা বানে ভাসে
প্রতিনিধি চুপচাপ শুধু নিজ স্বার্থে।
তোমাদের যুক্তি ভাবে তার উক্তি
দলে দলে হয়ে যায় প্রলোভনে বিভক্তি।
মেধা আজ সস্তা তাই রাখো আস্থা
মরণের খেলা কি দিতে পারে মুক্তি?
এই মারে জুতো খুলে এই নেয় কোলে তুলে
মিষ্টি কথাতে তোমরাও যাও গলে।
গালি দিয়ে কথা কয় তাই তাকে পাও ভয়
জনতার সামনে দেয় যদি কান মলে।
তার যত লালসা তোমাতেই ভরসা
তোমাকে বুঝতে দেয়না সে সহসা।
কৌশলে ফেলে ফাঁদে তোমাকে সেই বাঁধে
সুযোগের সন্ধানে মিটাতে পিয়াসা।
হয়ে নম্র শ্রোতা শুনে যাও তার কথা
একটু ভেবে দেখো সে বোঝে না কারো ব্যথা।
তবু কোন ভয়ে মরো কথা মত কাজ করো?
একান্তে ভেবে দেখো তুমিই তোমার নেতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।