নারী আর টাকা
পকেটটা খালি বলে
কেউ যদি যায় চলে,
আর যদি যায় বলে
দেখা হবে টাকা হলে।
ব্যস্ত এ শহরে
খুঁজবে না তাহারে,
তবে খোঁজো কাহারে?
খোঁজো শুধু টাকারে।
বলে গেছে গুনি জনে
দাও মোরে টাকা এনে,
ভরে দেবো সম্মানে
সমাদর সব খানে।
টাকাটা থাকলে কাছে
শত লোক ঘোরে পীছে,
যাক যে চলে গেছে
পেছনে অনেক আছে।
পকেটে থাকলে টাকা
পাবেই তাদের দেখা,
দায় সুখ ধরে রাখা
পিছলা নারী ও টাকা।
কেউ যদি যায় চলে,
আর যদি যায় বলে
দেখা হবে টাকা হলে।
ব্যস্ত এ শহরে
খুঁজবে না তাহারে,
তবে খোঁজো কাহারে?
খোঁজো শুধু টাকারে।
বলে গেছে গুনি জনে
দাও মোরে টাকা এনে,
ভরে দেবো সম্মানে
সমাদর সব খানে।
টাকাটা থাকলে কাছে
শত লোক ঘোরে পীছে,
যাক যে চলে গেছে
পেছনে অনেক আছে।
পকেটে থাকলে টাকা
পাবেই তাদের দেখা,
দায় সুখ ধরে রাখা
পিছলা নারী ও টাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনি বিশ্বাস ২৫/১০/২০১৮অসাধারণ কবিবন্ধু। অনেক শুভকামনা ও মঙ্গলবাদ। আমার পাতায় আসবেন।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৮হু, টাকার বড় প্রয়োজন।
-
অরন্য রানা ২৪/১০/২০১৮সুন্দর
বিশেষ করে শেষ চরন -
আশা মনি ২৪/১০/২০১৮ভাল কিন্তু টাকা দিয়েই সবকিছু হয়না।