না পাওয়া জবাব
মনের উপর জোর চালিয়ে
বাধ্য হয়ে দাঁত কেলিয়ে
বলছি ভাল আছি,
মরার মত থাকা বেঁচে
ঋণী এই জীবনের কাছে
মৃত্যুর কাছাকাছি!
বিবেক বেঁচার রঙীন মেলায়
মূর্খ জ্ঞানের অবহেলায়
খেলছি কানামাছি,
স্বপ্নে দেখা দারুণ সময়
ভাঙা গড়ার কাছে শুধায়
এইতো ভাল আছি!
উড়ছে পাখি ডানা মেলে
উড়ুক আপন পরাণ খুলে,
মেঘের কাছাকাছি,
কোন কারণে ধরা তাঁরে
কেন রাখি খাঁচায় পুরে
মুক্তির কাছাকাছি?
বাধ্য হয়ে দাঁত কেলিয়ে
বলছি ভাল আছি,
মরার মত থাকা বেঁচে
ঋণী এই জীবনের কাছে
মৃত্যুর কাছাকাছি!
বিবেক বেঁচার রঙীন মেলায়
মূর্খ জ্ঞানের অবহেলায়
খেলছি কানামাছি,
স্বপ্নে দেখা দারুণ সময়
ভাঙা গড়ার কাছে শুধায়
এইতো ভাল আছি!
উড়ছে পাখি ডানা মেলে
উড়ুক আপন পরাণ খুলে,
মেঘের কাছাকাছি,
কোন কারণে ধরা তাঁরে
কেন রাখি খাঁচায় পুরে
মুক্তির কাছাকাছি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কালাম হাবিব১ ২৪/১০/২০১৮ধন্যবাদ!
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ২২/১০/২০১৮এইতো ভাল আছি!
বেশ! -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/১০/২০১৮সুন্দর ভালো লিখেছেন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/১০/২০১৮রাজনীতিতে নটবর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - নটবর সিরিজের কবিতা, ধারাবাহিক ভাবে আরো প্রকাশ পাবে)
ক্ষমতার লড়াইয়ে রাজনীতিতে নটবর।
চারদিকে নীতি আছে রাজা হবে নটবর।
রাজাদের নীতিতে মানুষের প্রীতিতে।
রাজা আছে নীতি নাই।
বোকা মানুষের অভাব নাই।
তন্ত্র আর মন্ত্র জানা আছে সকলের।
জন মনে ভয় আছে গণতন্ত্র বেচে নেই।
গন তন্ত্রে গণ নাই না আছে তন্ত্র।
মন্ত্র পড়ে ফু দিয়ে বানালাম এক যন্ত্র।
নটবর নেতা হলে, দেশে আসবে শান্তি।
এইভাবে ছড়িয়ে গেলো দেশে যতো ভ্রান্তি।
আয় বাবা নটবর।
হাতে সমাজতন্ত্র, মানবতাবাদের মন্ত্র।
প্রতিষ্ঠা করবেই সে জনতার তন্ত্র।
এইভাবে নটবর হয়ে গেলো নেতা।
গরীব মানুষ হাড়ালো গায়ে দেয়ার ক্ষেতা।