না বলা কথা
কিভাবে বলব তোমায়
ভাবতে ভাবতে হই দিশেহারা।
সারারাত চিন্তায় মগ্ন থাকি
কত কিছু বলব, গেঁথে রাখি মনে।
অদ্ভুদ এক ভাল লাগা কাজ করে ভাবতে
যেন স্বর্গের সুখ নেমে আসে,
আমার স্বপ্নে আমার বিছানায়
শুধু ঘাটতি থাকে তোমার।
কিন্তু সামনে দাঁড়াতেই
এলোমেলো হয়ে যায় আমার ভূবন
আমি যেন হারিয়ে যাই অন্য আমাতে।
মায়াবী চোখের যাদুতে বশ করে আমাকে
ভূলে যাই সব ভাবনা, যুক্তি।
নির্বাক হয়ে যায় আমার কণ্ঠস্বর।
অথচ কি সহজেই বলে দিতে পারি
হৃদয়ের সব কথা তোমার অন্তরালে নিজেকে।
ভয় আর লজ্জা অতর্কিতে হানা দেয়,
শুধু তুমি সামনে এসে দাঁড়ালে।
সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এবার
বলবই হৃদয়ের সব কথা তোমাকে
অতিক্রম করে সব বাঁধা।
আমাকে যে বলতেই হবে
কারণ, কেন জানি মনে হচ্ছে
ভালোবেসে ফেলেছি তোমাকে।
ভাবতে ভাবতে হই দিশেহারা।
সারারাত চিন্তায় মগ্ন থাকি
কত কিছু বলব, গেঁথে রাখি মনে।
অদ্ভুদ এক ভাল লাগা কাজ করে ভাবতে
যেন স্বর্গের সুখ নেমে আসে,
আমার স্বপ্নে আমার বিছানায়
শুধু ঘাটতি থাকে তোমার।
কিন্তু সামনে দাঁড়াতেই
এলোমেলো হয়ে যায় আমার ভূবন
আমি যেন হারিয়ে যাই অন্য আমাতে।
মায়াবী চোখের যাদুতে বশ করে আমাকে
ভূলে যাই সব ভাবনা, যুক্তি।
নির্বাক হয়ে যায় আমার কণ্ঠস্বর।
অথচ কি সহজেই বলে দিতে পারি
হৃদয়ের সব কথা তোমার অন্তরালে নিজেকে।
ভয় আর লজ্জা অতর্কিতে হানা দেয়,
শুধু তুমি সামনে এসে দাঁড়ালে।
সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এবার
বলবই হৃদয়ের সব কথা তোমাকে
অতিক্রম করে সব বাঁধা।
আমাকে যে বলতেই হবে
কারণ, কেন জানি মনে হচ্ছে
ভালোবেসে ফেলেছি তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৪/২০১৮ধন্যবাদ। অবশ্যই পড়ব। ভাল থাকবেন।
-
পবিত্র চক্রবর্তী ১৯/০৪/২০১৮খুব সুন্দর । পারলে আমার গল্পগুলো পড়তে পারেন ॥