মূর্খ জ্ঞান
পারি কিন্তু করি না
এই পারার কি দাম?
লাভ হবে কি জ্ঞানী জনের
নামে রাখলে নাম?
যে ঘরে নাই পুস্তকের ঠাই
সে ঘরে কই সুখ?
বইয়ের সাথে ভাব জমালে
হয়না সে বিমুখ।
জানে কিন্তু মানে না
সে জানার নেইকো মানে,
মানুষ রুপী পশু বলে
মায়া নেই যে প্রাণে।
কথার মূল্য রাখে না যে
সেইতো ধোঁকাবাজ,
লজ্জা শরম তার ধাতে নেই
মিথ্যে নানান সাজ।
জ্ঞান আছে তাও শিক্ষা দেয় না
নয় সে আসল জ্ঞানী
পরোপকার করে যে জন
সেই তো আসল ধনী।
অনাহারীর আহার হয় না
নয় সে পুণ্য ধন,
অজ্ঞ লোকে শিক্ষা পায় না
মূর্খ তাহার জ্ঞান।
এই পারার কি দাম?
লাভ হবে কি জ্ঞানী জনের
নামে রাখলে নাম?
যে ঘরে নাই পুস্তকের ঠাই
সে ঘরে কই সুখ?
বইয়ের সাথে ভাব জমালে
হয়না সে বিমুখ।
জানে কিন্তু মানে না
সে জানার নেইকো মানে,
মানুষ রুপী পশু বলে
মায়া নেই যে প্রাণে।
কথার মূল্য রাখে না যে
সেইতো ধোঁকাবাজ,
লজ্জা শরম তার ধাতে নেই
মিথ্যে নানান সাজ।
জ্ঞান আছে তাও শিক্ষা দেয় না
নয় সে আসল জ্ঞানী
পরোপকার করে যে জন
সেই তো আসল ধনী।
অনাহারীর আহার হয় না
নয় সে পুণ্য ধন,
অজ্ঞ লোকে শিক্ষা পায় না
মূর্খ তাহার জ্ঞান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৭/০৫/২০১৮দারুণ
-
সেলিম রেজা সাগর ১৬/০৫/২০১৮অসাধারণ।