মুক্তি চাই
ক্লান্ত এ আমাকে আর
একেবারেই প্রশ্নবিদ্ধ কর না,
আমি উত্তর দিতে অপ্রস্তুত
বাধ্য নই আর একেবারেই।
অনেকটা সময় পেরিয়ে গেছে
হয়তো তা অজানা তোমার,
যন্ত্রণায় পৃথক হয়েছে কবে
একত্রে থাকা দুজনার দুটি পথ।
হৃদয়ের অসহ্য সংঘাতে
জর্জরিত মৃতপ্রায় দুর্বল আমাকে,
তুমি কিছুতেই আর পারবে না
বিনয়ের যুক্তিতে বাধ্য করতে।
প্রতি বারই পেয়ে গেছি আমি
অজস্র ক্ষমার অনৈতিক প্রতিদান,
হয়তো তোমার অজান্তেই
অতিক্রম করেছ ধৈর্যের সীমা।
বারংবার সংশোধনের নামে
পাপে নিমজ্জিত তুমি,
এখন আর একদম কেউ নও
স্বাদহীন আমার, এ হৃদয়ের।
অসহনীয় যন্ত্রনা হতে পরিত্রাণ পেতে
আজ আমি বদ্ধপরিকর,
একাকিত্তের বিচিত্র অন্ধকারে
সমর্পণ করতে চাই নিজেকে।
হোক তা জ্বালাময়
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মত,
সে জন্ত্রনার মাঝেই আমি খুঁজে নেব
মুক্তির কোমল পরশ।
আমি শুধু স্বাধীনতা চাই
ভাসতে চাই অসীম মুক্ত আকাশে,
জর্জরিত অন্তরে আজ শুধু
জঘন্যতা হতে মুক্তির আহাজারি।
পরাজিত যোদ্ধাকে
মুক্তির অজুহাতে ,
জ্বলতে দাও
একাকিত্তের দাবানলে।
লাখো-কোটি আলোকবর্ষ দূরে
আজ আমি চলে যেতে চাই,
অজস্র যন্ত্রণাময় স্মৃতি নিয়ে
যেতে চাই তোমার গণ্ডির বাইরে।
একেবারেই প্রশ্নবিদ্ধ কর না,
আমি উত্তর দিতে অপ্রস্তুত
বাধ্য নই আর একেবারেই।
অনেকটা সময় পেরিয়ে গেছে
হয়তো তা অজানা তোমার,
যন্ত্রণায় পৃথক হয়েছে কবে
একত্রে থাকা দুজনার দুটি পথ।
হৃদয়ের অসহ্য সংঘাতে
জর্জরিত মৃতপ্রায় দুর্বল আমাকে,
তুমি কিছুতেই আর পারবে না
বিনয়ের যুক্তিতে বাধ্য করতে।
প্রতি বারই পেয়ে গেছি আমি
অজস্র ক্ষমার অনৈতিক প্রতিদান,
হয়তো তোমার অজান্তেই
অতিক্রম করেছ ধৈর্যের সীমা।
বারংবার সংশোধনের নামে
পাপে নিমজ্জিত তুমি,
এখন আর একদম কেউ নও
স্বাদহীন আমার, এ হৃদয়ের।
অসহনীয় যন্ত্রনা হতে পরিত্রাণ পেতে
আজ আমি বদ্ধপরিকর,
একাকিত্তের বিচিত্র অন্ধকারে
সমর্পণ করতে চাই নিজেকে।
হোক তা জ্বালাময়
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মত,
সে জন্ত্রনার মাঝেই আমি খুঁজে নেব
মুক্তির কোমল পরশ।
আমি শুধু স্বাধীনতা চাই
ভাসতে চাই অসীম মুক্ত আকাশে,
জর্জরিত অন্তরে আজ শুধু
জঘন্যতা হতে মুক্তির আহাজারি।
পরাজিত যোদ্ধাকে
মুক্তির অজুহাতে ,
জ্বলতে দাও
একাকিত্তের দাবানলে।
লাখো-কোটি আলোকবর্ষ দূরে
আজ আমি চলে যেতে চাই,
অজস্র যন্ত্রণাময় স্মৃতি নিয়ে
যেতে চাই তোমার গণ্ডির বাইরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২০/০৪/২০১৮Good...