মতিভ্রম
আমি যেতে চাই ফিরে যেতে চাই চড়ে জীবনের যায়,
মুক্ত হাওয়ায় শ্বাস নিতে চাই আমার সোনার গাঁয়।
এই শহরে সুখ জোটে না কলে কালো ধোয়া,
গুড়ের বদলে চিনির সিরায় বানায় মুড়ির মোয়া!
জরাজীর্ণ রাস্তা গুলো ভাঙা গর্তে ভরা,
চার চাকাতে ঘোরে ফেরে উচু তলার ওরা।
চলছি যারা দেহের যানে খাটিয়ে গায়ের বল,
কেমন করে ঘরে ফিরি রাস্তা ভরা জল?
ড্রেনের মলে বৃষ্টির জলে মিশে একাকার,
নগর পিতার প্রতিশ্রুতি শুনেছি বার বার।
বিষ মাখানো সবজি খেয়ে দিব্যি গ্যাসের রোগী,
আমার সোনার গ্রাম ছেড়ে আজ হলাম ভুক্তভোগী।
জলের ভেতর দুধ মিশিয়ে দিচ্ছে মায়ের ভোগ,
ফার্মেসিতে ভেজাল ওষুধ সারবে কেমনে রোগ?
প্লাস্টিকের ডিম খেয়ে খেয়ে ভুগছি পেটের পীড়ায়,
সোনার গাঁয়ে ফিরে যেতে চাই চড়ে জীবনের নায়!
দুটি চোখেই ঝাপসা দেখছি নিওন বাতির মায়ায়,
আয়রন ঘোলা জলে নেয়ে টাক পড়েছে মাথায়।
পুরো দেহ দূষিত আজ নকল ভেজাল খেয়ে,
শেষ সময়ে লাভ কি হবে বিশুদ্ধ গাঁয় যেয়ে?
মুক্ত হাওয়ায় শ্বাস নিতে চাই আমার সোনার গাঁয়।
এই শহরে সুখ জোটে না কলে কালো ধোয়া,
গুড়ের বদলে চিনির সিরায় বানায় মুড়ির মোয়া!
জরাজীর্ণ রাস্তা গুলো ভাঙা গর্তে ভরা,
চার চাকাতে ঘোরে ফেরে উচু তলার ওরা।
চলছি যারা দেহের যানে খাটিয়ে গায়ের বল,
কেমন করে ঘরে ফিরি রাস্তা ভরা জল?
ড্রেনের মলে বৃষ্টির জলে মিশে একাকার,
নগর পিতার প্রতিশ্রুতি শুনেছি বার বার।
বিষ মাখানো সবজি খেয়ে দিব্যি গ্যাসের রোগী,
আমার সোনার গ্রাম ছেড়ে আজ হলাম ভুক্তভোগী।
জলের ভেতর দুধ মিশিয়ে দিচ্ছে মায়ের ভোগ,
ফার্মেসিতে ভেজাল ওষুধ সারবে কেমনে রোগ?
প্লাস্টিকের ডিম খেয়ে খেয়ে ভুগছি পেটের পীড়ায়,
সোনার গাঁয়ে ফিরে যেতে চাই চড়ে জীবনের নায়!
দুটি চোখেই ঝাপসা দেখছি নিওন বাতির মায়ায়,
আয়রন ঘোলা জলে নেয়ে টাক পড়েছে মাথায়।
পুরো দেহ দূষিত আজ নকল ভেজাল খেয়ে,
শেষ সময়ে লাভ কি হবে বিশুদ্ধ গাঁয় যেয়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৪/০৬/২০১৮অসাধারণ সব দৃষ্টান্ত তুলে ধরেছেন। ভাল থাকুন ও সঙ্গে থাকুন সব সময়
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৬/২০১৮দারুণ ,,,,,,,,,,