মরণের অধিকার
এই ভূবনে আছে সকলের বেঁচে থাকার অধিকার,
কেউ জানে না কোথায় কখন মৃত্যু হবে কার!
সব পেয়েছি এখানে এসে কত করেছি ভোগ,
নিঃস্ব হয়ে কখনও আবার লেগেছে বেজায় শোক।
প্রতিকূলতার মাঝেও ফুটেছে মলিন মুখে হাসি,
জীবন যাপন করছি সকলে মরণের পাশাপাশি।
শর্ত দিয়ে বেঁধে রাখা মেকি জীবনের বিধান,
নিয়ম মেনে তবু হবে না জীবনের অবসান।
কত যল্পনা শত কল্পনা সারাটা জীবন জুড়ে,
নিশ্চয়তা নেই তবুও শোনায় রাখা মুড়ে।
গঠনমূলক চিন্তাধারায় তাকে বেঁধে রাখা,
একাই এসে সবাই আবার বিদায় নেবে একা।
জীবন শুধু জীবনের তরে অবিরত বহমান,
ভাবছে না কেউ কিভাবে কখন হবে তার অবসান।
শ্বাস ফেলার ও সময় নেই আজ জীবন এত ব্যস্ত,
মরণের খুব কাছাকাছি গেলে তবেই দুরাশা গ্রস্থ।
আলোকবর্ষ দূরের খবর হয়তো আমরা রাখি,
কেউ জানি না জীবন কখন দিয়ে যাবে কাকে ফাঁকি।
হাতে হাত রেখে একসাথে চলে জীবন করেছি পার,
নিজের খুশিতে পায়নি কেহ মরণের অধিকার।
কেউ জানে না কোথায় কখন মৃত্যু হবে কার!
সব পেয়েছি এখানে এসে কত করেছি ভোগ,
নিঃস্ব হয়ে কখনও আবার লেগেছে বেজায় শোক।
প্রতিকূলতার মাঝেও ফুটেছে মলিন মুখে হাসি,
জীবন যাপন করছি সকলে মরণের পাশাপাশি।
শর্ত দিয়ে বেঁধে রাখা মেকি জীবনের বিধান,
নিয়ম মেনে তবু হবে না জীবনের অবসান।
কত যল্পনা শত কল্পনা সারাটা জীবন জুড়ে,
নিশ্চয়তা নেই তবুও শোনায় রাখা মুড়ে।
গঠনমূলক চিন্তাধারায় তাকে বেঁধে রাখা,
একাই এসে সবাই আবার বিদায় নেবে একা।
জীবন শুধু জীবনের তরে অবিরত বহমান,
ভাবছে না কেউ কিভাবে কখন হবে তার অবসান।
শ্বাস ফেলার ও সময় নেই আজ জীবন এত ব্যস্ত,
মরণের খুব কাছাকাছি গেলে তবেই দুরাশা গ্রস্থ।
আলোকবর্ষ দূরের খবর হয়তো আমরা রাখি,
কেউ জানি না জীবন কখন দিয়ে যাবে কাকে ফাঁকি।
হাতে হাত রেখে একসাথে চলে জীবন করেছি পার,
নিজের খুশিতে পায়নি কেহ মরণের অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৩/০৫/২০১৮সুন্দর প্রকাশ ।