মরণ কালে
আমি ক্লান্ত হয়ে গেছি
আমি একটু আরাম চাই,
আমার ঢলে পড়ছে দেহ
আমার নিঃশ্বাস যেন নাই।
আমি অস্বস্তি বোধ করছি
আমার গায়ে ভীষণ জ্বর,
ডাক্তার ওষুধ নয়গো
আমার শান্তনা দরকার।
আমি আঁধারে ডুবে গেছি
আমায় একটু আলো দেখাও,
আমি পাতালে পড়ে গেছি
আমায় একটু টেনে ওঠাও।
আমি হারিয়েছি যেন ঘর
আমায় দাওনা একটু ঠাই,
আমার সব হারিয়ে যাচ্ছে
আমি নিঃশ্বাস নিতে চাই।
আমি যাচ্ছি যেন পড়ে
দেহে নাই একটুও বল,
আমি ভীষণ পীপাসায়
আমায় দাওনা একটু জল।
আমার ভেতরে কিসে যেন
করছে ভীষণ জ্বালার সৃষ্টি,
আমি শীতল হতে চাই
আমায় দাওনা একটু বৃষ্টি।
আমার দৃষ্টি জুড়ে আঁধার
কিছু দেখছি না আজ চোখে,
আমার আটকে যাচ্ছে দম
যেন পাথর চাপা বুকে।
আমার লাগছে ভীষণ একা
কেউ দাওনা একটু সঙ্গ,
আমার সময় বেশী নেই
সব জলদি হবে সাঙ্গ।
আমি ঘামছি কেন এত
আমায় একটু বাতাস দাও,
আমার যেখানে যা আছে
সব নিয়ে প্রাণটা দাও।
আমার ভেতর হল শূন্য
আমায় প্রাণে পূর্ণ করো,
কেউ শোনে না আমার কান্না
সবাই বলে জলদি মরো।
আমি একটু আরাম চাই,
আমার ঢলে পড়ছে দেহ
আমার নিঃশ্বাস যেন নাই।
আমি অস্বস্তি বোধ করছি
আমার গায়ে ভীষণ জ্বর,
ডাক্তার ওষুধ নয়গো
আমার শান্তনা দরকার।
আমি আঁধারে ডুবে গেছি
আমায় একটু আলো দেখাও,
আমি পাতালে পড়ে গেছি
আমায় একটু টেনে ওঠাও।
আমি হারিয়েছি যেন ঘর
আমায় দাওনা একটু ঠাই,
আমার সব হারিয়ে যাচ্ছে
আমি নিঃশ্বাস নিতে চাই।
আমি যাচ্ছি যেন পড়ে
দেহে নাই একটুও বল,
আমি ভীষণ পীপাসায়
আমায় দাওনা একটু জল।
আমার ভেতরে কিসে যেন
করছে ভীষণ জ্বালার সৃষ্টি,
আমি শীতল হতে চাই
আমায় দাওনা একটু বৃষ্টি।
আমার দৃষ্টি জুড়ে আঁধার
কিছু দেখছি না আজ চোখে,
আমার আটকে যাচ্ছে দম
যেন পাথর চাপা বুকে।
আমার লাগছে ভীষণ একা
কেউ দাওনা একটু সঙ্গ,
আমার সময় বেশী নেই
সব জলদি হবে সাঙ্গ।
আমি ঘামছি কেন এত
আমায় একটু বাতাস দাও,
আমার যেখানে যা আছে
সব নিয়ে প্রাণটা দাও।
আমার ভেতর হল শূন্য
আমায় প্রাণে পূর্ণ করো,
কেউ শোনে না আমার কান্না
সবাই বলে জলদি মরো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহিন আলম সরকার ০২/০৫/২০১৮
-
সৌরভ ভূঞ্যা ০১/০৫/২০১৮সহজ ভাষায় খুব সুন্দর একটা কবিতা। পড়ে ভালোই লাগলো।
-
আব্দুল হক ০১/০৫/২০১৮বেশ সুন্দর লিখেছেন। ধন্যবাদ!!
-
মুকিম মাহমুদ মুকিত ০১/০৫/২০১৮বাস্তবতার সারল্য প্রকাশ।
অত্যন্ত চমৎকার।
ভাল থাকুন।