মরণ
মরণ ডাকছে আমায় মরণ ডাকছে তোমায়
শিশু, যুবক, বৃদ্ধ কে, সুস্থ কিংবা অসুস্থকে
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
ডাকছে দূরের আকাশটাকে বৃক্ষ সাগর পাহারটাকে
গ্রহ তারার যেথায় থাকো মৃত্যু তোমায় ছাড়বে নাকো
ভূলুণ্ঠিত হবে সবি, অস্তমিত হবে রবি
কেউ রবে না চিরজীবন সবুজ শ্যামল ধরায়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
জীবন যা কিছু দিয়েছে আমায় জীবন যা কিছু দিয়েছে তোমায়
সবই একদিন হারিয়ে যাবে ভরা হাতটা শূন্য হবে
তবে কেন মিছে মিছি থাকছ বসে আশায়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
মিলিয়ে যাবে সাজানো ঘর আপন জনার স্নেহ আদর
অঢেল সম্পদ দামী গাড়ি ক্ষমতার ঐ বাহাদুরি
পঁচবে তোমার সোনার দেহ ভুলেও খবর নেবে না কেহ
ডুবে গেলে জীবন রবি আর হবে না উদয়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
শিশু, যুবক, বৃদ্ধ কে, সুস্থ কিংবা অসুস্থকে
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
ডাকছে দূরের আকাশটাকে বৃক্ষ সাগর পাহারটাকে
গ্রহ তারার যেথায় থাকো মৃত্যু তোমায় ছাড়বে নাকো
ভূলুণ্ঠিত হবে সবি, অস্তমিত হবে রবি
কেউ রবে না চিরজীবন সবুজ শ্যামল ধরায়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
জীবন যা কিছু দিয়েছে আমায় জীবন যা কিছু দিয়েছে তোমায়
সবই একদিন হারিয়ে যাবে ভরা হাতটা শূন্য হবে
তবে কেন মিছে মিছি থাকছ বসে আশায়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
মিলিয়ে যাবে সাজানো ঘর আপন জনার স্নেহ আদর
অঢেল সম্পদ দামী গাড়ি ক্ষমতার ঐ বাহাদুরি
পঁচবে তোমার সোনার দেহ ভুলেও খবর নেবে না কেহ
ডুবে গেলে জীবন রবি আর হবে না উদয়।
সবাই যাবে পরপারে ঘনিয়ে আসলে সময়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ ভূঞ্যা ০১/০৫/২০১৮দারুন। খুব ভালোই লাগলো কবিতাটা।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০১৮সত্য।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০৪/২০১৮সত্যকে ভুলে থাকা ভুল।