মনোবল
সাহস তুমি আজ কেন এত নিরাশ
যতই ষড়যন্ত্র হোক ভয় সর্বদা তোমার ভয়ে ভীতু।
অপব্যবহারে কলঙ্কিত ক্ষমতা ব্যর্থ
ঘৃনার উদ্দেশ্য প্রণোদিত আস্কারা পেয়ে।
বাস্তবতা চিরন্তন আজন্মকাল ধরে জয়ী
লোভ তবু অসংযত ভয়াবহ পরিণতি জেনেও।
ঘৃণার শান্তিতে রুপান্তর বিনিময় অফুরান সুখ
শ্রম ক্লান্তিকে পরাজিত করে বলেই জাগ্রত হয় মূল্যবোধ।
ধৈর্য নিজেকে সংযত করতে পারে না বলেই
চীৎকার করে চাপাকান্না গুলো সর্বহারা হয়ে।
অভিমান চায়নি বিচ্ছেদ ঘটাতে
বন্ধন মজবুত করাই তাঁর একান্ত উদ্দেশ্য।
ভাবনা ভুলেও স্বপ্ন দেখেনি পথিকের মত
গন্তব্যের সন্ধানে ছুটে চলেছে অবিরত সে।
অহঙ্কার কখনই ভর করে না পরিচ্ছন্ন হৃদয়ে
বাসনা তাই আলিঙ্গন করে নিস্পাপ আগামীকে।
অন্ধকার কে শুধু আলোই মূল্যায়ন করে
অস্তিত্ব হারাতে আকাশের বুকে লুকায় না সূর্য।
হতেও পারে এমন আলোকিত করতে পৃথিবীকে
বীরের মত ভাবে নিজেকে নিরলস বিশ্রাম।
অনুশোচনা ঘর বাধে শুধুই কাপুরুষের বুকে
ধার করে হলে ও আজীবন জ্যোৎস্না বিলায় অকৃপণ চাঁদ।
যতই ষড়যন্ত্র হোক ভয় সর্বদা তোমার ভয়ে ভীতু।
অপব্যবহারে কলঙ্কিত ক্ষমতা ব্যর্থ
ঘৃনার উদ্দেশ্য প্রণোদিত আস্কারা পেয়ে।
বাস্তবতা চিরন্তন আজন্মকাল ধরে জয়ী
লোভ তবু অসংযত ভয়াবহ পরিণতি জেনেও।
ঘৃণার শান্তিতে রুপান্তর বিনিময় অফুরান সুখ
শ্রম ক্লান্তিকে পরাজিত করে বলেই জাগ্রত হয় মূল্যবোধ।
ধৈর্য নিজেকে সংযত করতে পারে না বলেই
চীৎকার করে চাপাকান্না গুলো সর্বহারা হয়ে।
অভিমান চায়নি বিচ্ছেদ ঘটাতে
বন্ধন মজবুত করাই তাঁর একান্ত উদ্দেশ্য।
ভাবনা ভুলেও স্বপ্ন দেখেনি পথিকের মত
গন্তব্যের সন্ধানে ছুটে চলেছে অবিরত সে।
অহঙ্কার কখনই ভর করে না পরিচ্ছন্ন হৃদয়ে
বাসনা তাই আলিঙ্গন করে নিস্পাপ আগামীকে।
অন্ধকার কে শুধু আলোই মূল্যায়ন করে
অস্তিত্ব হারাতে আকাশের বুকে লুকায় না সূর্য।
হতেও পারে এমন আলোকিত করতে পৃথিবীকে
বীরের মত ভাবে নিজেকে নিরলস বিশ্রাম।
অনুশোচনা ঘর বাধে শুধুই কাপুরুষের বুকে
ধার করে হলে ও আজীবন জ্যোৎস্না বিলায় অকৃপণ চাঁদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অাব্দুল হাদী তুহিন ১৭/০৩/২০১৮সুন্দর হয়েছে