মঙ্গল
খুঁজে ফিরি মঙ্গল লোকালয় জঙ্গল,
দেহময় অসাড়তা অন্তর চঞ্চল।
আজগুবি খবরে ক্লান্তির শহরে,
উদাসী মূর্খতা অনুভূত প্রহরে।
করছে না ব্যক্ত লজ্জিত রিক্ত,
ইস্ত্রি করা শার্ট উদর অভুক্ত।
নয় অযোগ্য দুরুহ আরোগ্য,
কারো কাছে দৃশ্যটা বড় উপভোগ্য।
খুঁজে ফেরা অর্থ চেষ্টা অনর্থ,
স্বেচ্ছায় আলিঙ্গন রীতিমত স্বার্থ।
অনুভূত শুভক্ষন যৌক্তিক প্রহসন,
বিঘ্নিত পথ চলা ভেতরে ক্রন্দন।
অশুভ আত্মা তৃষিত স্বত্বা,
শান্তির সন্ধানে ছুটন্ত অগত্যা।
কষ্টের সংসার তবুও অহংকার,
বিঘ্নতা সর্বদা নেই কারো দায়ভার।
ঘৃণার রাজ্য ভালবাসা ত্যাজ্য,
সারাক্ষণ ক্রন্দন অধিকার ন্যায্য।
লুটপাটে উত্তাল স্ফীত মনোবল,
গ্লানির ঢেউয়ে ভেসে বহুদূরে মঙ্গল।
দেহময় অসাড়তা অন্তর চঞ্চল।
আজগুবি খবরে ক্লান্তির শহরে,
উদাসী মূর্খতা অনুভূত প্রহরে।
করছে না ব্যক্ত লজ্জিত রিক্ত,
ইস্ত্রি করা শার্ট উদর অভুক্ত।
নয় অযোগ্য দুরুহ আরোগ্য,
কারো কাছে দৃশ্যটা বড় উপভোগ্য।
খুঁজে ফেরা অর্থ চেষ্টা অনর্থ,
স্বেচ্ছায় আলিঙ্গন রীতিমত স্বার্থ।
অনুভূত শুভক্ষন যৌক্তিক প্রহসন,
বিঘ্নিত পথ চলা ভেতরে ক্রন্দন।
অশুভ আত্মা তৃষিত স্বত্বা,
শান্তির সন্ধানে ছুটন্ত অগত্যা।
কষ্টের সংসার তবুও অহংকার,
বিঘ্নতা সর্বদা নেই কারো দায়ভার।
ঘৃণার রাজ্য ভালবাসা ত্যাজ্য,
সারাক্ষণ ক্রন্দন অধিকার ন্যায্য।
লুটপাটে উত্তাল স্ফীত মনোবল,
গ্লানির ঢেউয়ে ভেসে বহুদূরে মঙ্গল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২১/০৭/২০১৮মনোরম ছান্দিক কবিতা। আবৃত্তি শুনতে পারল আরো ভালো লাগতো।
-
নুরনবী সরকার ২১/০৭/২০১৮nice
-
অলকানন্দা দে ২১/০৭/২০১৮মনোবলই সম্বল! আর থাকে পড়ে ভালবাসা। সেটুকু পেলে কম বেশি করে জীবন চালিয়ে নেওয়া সম্পূর্ণ সম্ভব! আগামীর শুভেচ্ছা জানাবো শতবার কবি! জমাট কবিতা। অভিনন্দন আপনাকে।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/০৭/২০১৮দারুণ