মনের আশা
মনটা যা চেয়েছে
কবে বল পেয়েছে?
স্বপ্নের হাত ধরে
বৃথা শুধু নেচেছে।
সেই ছোয়া জোটেনি
সেই ফুল ফোটেনি,
আকাশের সীমানাতে
সেই চাঁদ ওঠেনি।
কত পথ পাড়ি দিয়ে
শত আশা বুকে নিয়ে,
যত আশা ভালবাসা
সেই স্রোতে গেছে ধুয়ে।
বিশ্বাস আস্থা
হয়ে গেছে সস্তা,
সামাজিক বন্ধন
বন্ধুর রাস্তা।
হৃদয়ের আশাতে
এ মনের ভাষাতে,
সুখ সুখ করে কেঁদে
ভেসেছে ব্যাথাতে।
কবে বল পেয়েছে?
স্বপ্নের হাত ধরে
বৃথা শুধু নেচেছে।
সেই ছোয়া জোটেনি
সেই ফুল ফোটেনি,
আকাশের সীমানাতে
সেই চাঁদ ওঠেনি।
কত পথ পাড়ি দিয়ে
শত আশা বুকে নিয়ে,
যত আশা ভালবাসা
সেই স্রোতে গেছে ধুয়ে।
বিশ্বাস আস্থা
হয়ে গেছে সস্তা,
সামাজিক বন্ধন
বন্ধুর রাস্তা।
হৃদয়ের আশাতে
এ মনের ভাষাতে,
সুখ সুখ করে কেঁদে
ভেসেছে ব্যাথাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।