www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাবিপদ আসন্ন

মানবতা বিপন্ন, মহাবিপদ আসন্ন
দিনে দিনে নগন্য, হয়ে উঠছে বরেণ্য!
অত্যাচারীর অত্যাচার, সইবে মানুষ কত আর?
নির্যাতিতদের চিৎকার, নিত্য ভাঙে অঙ্গীকার!

নামেই শুধু প্রসিদ্ধ, বিজ্ঞাপনে বিশুদ্ধ
নরাধমের সান্নিধ্য, বিবেক নীতির বিরুদ্ধ!
পুঁজিবাদীর সমন্বয়, সাধারণের বিপর্যয়
সমাজ রাষ্ট্রের অবক্ষয়, রয়ে যাবে কি দুর্জয়?

কেউ তো মানেনা আজ্ঞা, নিত্য করে অবজ্ঞা
উচ্চারিত প্রতিজ্ঞা, অদৃশ্য নিষেধাজ্ঞা!
হাসি মুখের অলংকার, উত্তেজনায় অহংকার
ক্ষুদ্র বলে তিরষ্কার, স্বার্থ লোভে অস্বীকার!

অত্যাচারী তো দাম্ভিক, প্রতিবাদী কি নির্ভীক?
ছুটে চলা দিগ্বিদিক, রক্তারক্তি আকস্মিক!
অশ্রু ঝরে তরঙ্গ, ন্যায় বিচার বিকলাঙ্গ
পুন্য নামের বিহঙ্গ, অসম্মানে উলঙ্গ!

মনে ময়লার আস্তরণ, ব্যভিচারের বিস্ফোরণ
ঘরে ঘরে আন্দোলন, প্রাণের ভয়ে সম্বোধন!
নীতি নিষ্ঠায় জঘন্য, প্রাণে চিত্তে নগন্য
অবিচার অসামান্য, মহাবিপদ আসন্ন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast