www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোবাইল

সব কিছু বদলে গেলেও সময় একই ভাবে বয়ে চলেছে,
বিলাসিতা ছাড়া প্রয়োজন মনে করে না কেউ হাত ঘড়ির।
রেডিও বাক্সটা কবে আশ্রয় নিয়েছে ভাঙ্গারির দোকানে,
টেলিভিশন আজকাল আর মনের খোরাক যোগাতে পারে না।

আঁধারে পথ চলার জন্য টর্চ লাইটের ব্যবহার,
আস্তে আস্তে ভুলতে চলেছে পৃথিবীর মানুষ।
টেপ রেকর্ডার নামে একটা যন্ত্র ছিল,
নতুন প্রজন্মের কাছে আজ এটা শুধুই ইতিহাস।

ছবি তোলার সময় এখন আর সামনে দাঁড়ায় না,
ফিল্ম নষ্ট হবার পুরোনো সেই সম্ভাবনার ভয়।
কেউ আজ ক্যালকুলেটর বয়ে বেড়ায় না,
সব কিছুর প্রয়োজন মিটিয়েছে একাই আধুনিক বন্ধু।

তবে সে কেড়ে নিয়েছে নেশায় মাতিয়ে মূল্যবান সময়,
জাগিয়ে রেখেছে লোকেদের রাতের পর রাত বীনা প্রয়োজনে।
সম্পর্ক তো সেদিন থেকেই যাই যাই করছে,
যেদিন প্রথম শুভাগমন ঘটাল ডিজিটাল বন্ধু আমার।

শান্তি হারিয়ে গেছে তার হাত ধরে যুগ দেড়েক আগেই,
আর স্বাস্থ্য দেখলে মনে হয় মানুষ নয় ঝাঁটার খিল।
স্মৃতি শক্তি যে কতটা লোপ পেয়েছে,
পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের ঘটনা তা জানিয়ে দেয় শিক্ষা ব্যবস্থাকে।

খেলার মাঠে আর পায় না সেই অভূতপূর্ব আনন্দ,
যেটা পেয়েছিলাম আমরা আমাদের ছেলেবেলায়।
বইয়ের পাতা উল্টাতে বেশ ক্লান্তি লাগে,
তাই আজ পড়ে ওরা শুয়ে শুয়ে স্ক্রীনে।

ঘুম বিদায় নিয়েছে শত্রু হয়ে গেছে বন্ধু,
আর বন্ধুও পরিণত হয়েছে শত্রুতে কোন কোন ক্ষেত্রে।
কালের গহ্বরে হারিয়েছে ডাকঘর হয়েছি যত খানি লাভবান
তার চেয়ে অনেক বেশী হারিয়েছি কর্মক্ষমতা,
ডিজিটাল সঙ্গী মোবাইলের সান্নিধ্য পেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ২৮/০৫/২০১৮
    ভাল লাগল।
  • সাঁঝের তারা ২৮/০৫/২০১৮
    সুন্দর ...
  • গদ্য হিসাবে ভালো ।
  • তরুণ কান্তি ২৮/০৫/২০১৮
    দারুণ!!!জ্বলন্ত দৃষ্টান্ত ।
 
Quantcast