মিথ্যাচার
ফর্সা হবার ওষুধ বেচে
নিজে অসুন্দর,
আপন ঘরে আকাশ হাসে
বাধে পরের ঘর।
সত্য কথার ধার ধারে না
পরের মিথ্যায় ঘৃণা,
সামনা সামনি নম্র ভদ্র
অনেক কঠিন চেনা।
আড়ালে সে নর্দমার কীট
পাজি হারামজাদা,
অকল্যাণে উৎসাহ আর
কল্যানে দেয় বাঁধা।
শক্ত হাতে ধরে রাখে
সমাজ গড়ার চাবি,
মরিচাতে নষ্ট তালা
ষড়যন্ত্রের দাবী।
নিজে থেকে অন্ধকারে
ছড়াতে চায় আলো,
বাহিরটা তার সৌন্দর্যময়
ভেতর আঁধার কালো।
হাজারটা ভুল নিজে করেও
অন্যের ভুল ধরে,
শাক দিয়ে মাছ ঢেকে যেন
সাধু প্রমাণ করে।
নিজে মরে পেটের ব্যামোয়
রাখেনা কেউ খবর,
গ্যাসের ওষুধ বেচে বেড়ায়
জুড়ে পুরো শহর।
নিজে অসুন্দর,
আপন ঘরে আকাশ হাসে
বাধে পরের ঘর।
সত্য কথার ধার ধারে না
পরের মিথ্যায় ঘৃণা,
সামনা সামনি নম্র ভদ্র
অনেক কঠিন চেনা।
আড়ালে সে নর্দমার কীট
পাজি হারামজাদা,
অকল্যাণে উৎসাহ আর
কল্যানে দেয় বাঁধা।
শক্ত হাতে ধরে রাখে
সমাজ গড়ার চাবি,
মরিচাতে নষ্ট তালা
ষড়যন্ত্রের দাবী।
নিজে থেকে অন্ধকারে
ছড়াতে চায় আলো,
বাহিরটা তার সৌন্দর্যময়
ভেতর আঁধার কালো।
হাজারটা ভুল নিজে করেও
অন্যের ভুল ধরে,
শাক দিয়ে মাছ ঢেকে যেন
সাধু প্রমাণ করে।
নিজে মরে পেটের ব্যামোয়
রাখেনা কেউ খবর,
গ্যাসের ওষুধ বেচে বেড়ায়
জুড়ে পুরো শহর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ০৯/০৯/২০১৮Sotti likhechen
-
ডঃ নাসিদুল ইসলাম ০৮/০৯/২০১৮Sathik katha bolenchen
-
শ.ম. শহীদ ০৮/০৯/২০১৮দারুণ!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৯/২০১৮মিথ্যাচার বন্ধ হোক।