মিথ্যা রোগ
মিথ্যা বলার রোগে
আজ এ সমাজ ভোগে,
বলার ভঙ্গী এমন যেন
খাঁটি সত্য লাগে!
সত্য মুচকি হাসে
মিথ্যা বলে ফাঁসে,
মিথ্যা টাকে ঘৃণা করে
সবাই অনায়াসে।
মিথ্যা কথা আজ
ফেলে দ্বিধা লাজ,
সবার চোখে ধুলো দিয়ে
উদ্ধার করছে কাজ।
মিথ্যা প্রতিশ্রুতি
মিথ্য ও সংহতি,
সত্য ন্যায়ের গলা টিপে
রাষ্ট্রের দুর্গতি।
মিথ্যা চিকিৎসা
মিথ্যা সে কুৎসা,
মিথ্যা নামের প্রাচীর ভেঙ্গে
সত্য সহসা।
হলে আবির্ভূত
সকলে সংযত,
বিরক্তিকর মিথ্যা তখন
নিজেই বিব্রত।
মিথ্যা অহংকার
মিথ্যা যে দায় ভার,
সত্য আছে বলেই আছে
এ জগত সংসার।
মিথ্যা একটি রোগ
কঠিন তার দুর্ভোগ,
মিথ্যাই ডেকে আনে সবার
জীবনে দুর্যোগ।
আজ এ সমাজ ভোগে,
বলার ভঙ্গী এমন যেন
খাঁটি সত্য লাগে!
সত্য মুচকি হাসে
মিথ্যা বলে ফাঁসে,
মিথ্যা টাকে ঘৃণা করে
সবাই অনায়াসে।
মিথ্যা কথা আজ
ফেলে দ্বিধা লাজ,
সবার চোখে ধুলো দিয়ে
উদ্ধার করছে কাজ।
মিথ্যা প্রতিশ্রুতি
মিথ্য ও সংহতি,
সত্য ন্যায়ের গলা টিপে
রাষ্ট্রের দুর্গতি।
মিথ্যা চিকিৎসা
মিথ্যা সে কুৎসা,
মিথ্যা নামের প্রাচীর ভেঙ্গে
সত্য সহসা।
হলে আবির্ভূত
সকলে সংযত,
বিরক্তিকর মিথ্যা তখন
নিজেই বিব্রত।
মিথ্যা অহংকার
মিথ্যা যে দায় ভার,
সত্য আছে বলেই আছে
এ জগত সংসার।
মিথ্যা একটি রোগ
কঠিন তার দুর্ভোগ,
মিথ্যাই ডেকে আনে সবার
জীবনে দুর্যোগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৪/০৯/২০১৮বেশ সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০১৮সবারই মিথ্যা ছাড়তে হবে।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ২৩/০৯/২০১৮সুন্দর
-
আলো ২৩/০৯/২০১৮খুবই সুন্দর মনের ভাব প্রকাশ