মায়ের দোয়া
তোমার উদরে মায়ার আঁধারে
ঘুমিয়ে থাকার পর,
শত যন্ত্রনা দিয়ে তোমাকে
দেখেছি এ সংসার।
ছিঁড়েছে যেদিন নাড়ীর বাঁধন
দেখেছি তোমার চোখে ক্রন্দন
চেহারায় ছিল হাসি,
যত বেদনা দিয়েছি তোমায়
তত মমতায় বেঁধেছো আমায়
কখনো জীবন বাজি রেখেও
গিয়েছো ভালবাসি।
কখন নিদ্রা কখন আহার
নখদর্পণে সবি মা তোমার,
ক্লান্ত দেহে ঘুমের মাঝেও
হাতড়াও বারে বার।
অযৌক্তিক বায়না আমার
বিরক্তি দেখেনি নয়নে তোমার
হৃদয় জুড়ে শুধুই দেখেছে
মমতা অফুরান,
তোমার আঁচলে কত যে শান্তি
দূর হয়ে যায় সকল ক্লান্তি
জাগতিক সব কষ্ট ভূলে
সুখে ভরে এই প্রাণ।
জীবনের তাড়ায় দূরের দেশে
থেকেছি মাগো তোমার আদেশে
সারাক্ষণ আমায় ভেবে চলেছে
ব্যকুল তোমার প্রাণ,
এই দুনিয়ার যেখানেই থাকি
তোমার আদেশ মাথায় রাখি
শত বিপদেও উদ্ধার পায়
তোমার দোয়ায় এ প্রাণ।
ঘুমিয়ে থাকার পর,
শত যন্ত্রনা দিয়ে তোমাকে
দেখেছি এ সংসার।
ছিঁড়েছে যেদিন নাড়ীর বাঁধন
দেখেছি তোমার চোখে ক্রন্দন
চেহারায় ছিল হাসি,
যত বেদনা দিয়েছি তোমায়
তত মমতায় বেঁধেছো আমায়
কখনো জীবন বাজি রেখেও
গিয়েছো ভালবাসি।
কখন নিদ্রা কখন আহার
নখদর্পণে সবি মা তোমার,
ক্লান্ত দেহে ঘুমের মাঝেও
হাতড়াও বারে বার।
অযৌক্তিক বায়না আমার
বিরক্তি দেখেনি নয়নে তোমার
হৃদয় জুড়ে শুধুই দেখেছে
মমতা অফুরান,
তোমার আঁচলে কত যে শান্তি
দূর হয়ে যায় সকল ক্লান্তি
জাগতিক সব কষ্ট ভূলে
সুখে ভরে এই প্রাণ।
জীবনের তাড়ায় দূরের দেশে
থেকেছি মাগো তোমার আদেশে
সারাক্ষণ আমায় ভেবে চলেছে
ব্যকুল তোমার প্রাণ,
এই দুনিয়ার যেখানেই থাকি
তোমার আদেশ মাথায় রাখি
শত বিপদেও উদ্ধার পায়
তোমার দোয়ায় এ প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৭/০৪/২০১৮Besh
-
পি পি আলী আকবর ২৫/০৪/২০১৮অসাধারণ হয়েছে
-
সয়েল সেলিম হাসান ২৫/০৪/২০১৮ভালো