মায়াজাল
যে মায়াজালে আমি গেছি আজ জড়িয়ে,
স্বপ্নের মত আছে চারি পাশে ছড়িয়ে।
মুক্তি পেতে মনে জাগে আজ বড় স্বাদ,
নির্ঘুম কাটে তাই ভেবে ভেবে প্রতি রাত।
বিবেকের বেড়াজালে আবদ্ধ এ হৃদয়,
কিঞ্চিত দূরত্বে অন্তরে জাগে ভয়।
অসহ্য যন্ত্রণা ভোগ করে কভূ প্রাণ,
তবুও সে ভালবাসা করে যায় সন্ধান।
সব জ্বালা সয়েও সে দিব্যি টিকে রয়,
অন্তর জুড়ে থাকে হারাবার সংশয়।
দূরত্ব ঘোচাতে বিবিধ আয়োজন,
সেই সুখে ভাসতে ব্যস্ত সে সারাক্ষণ।
আবদ্ধ হয়ে থাকা খুব কম আজ কাল,
মুক্ত প্রাঙ্গনে প্রাণ করে চলাচল।
নতুনের সন্ধানে ভাবনার উচ্ছাস,
পবিত্র প্রেম থাকে ন্যায় পথে উপবাস।
নোংরামি বড় বেশী ভালবাসা খুব কম,
হৃদয়ের সংঘাতে প্রেম ফিরে পায় দাম।
মন কভু ভাবেনি কি হবে ফলাফল,
তবু বেঁধে রেখেছে কঠিন এক মায়া জাল।
স্বপ্নের মত আছে চারি পাশে ছড়িয়ে।
মুক্তি পেতে মনে জাগে আজ বড় স্বাদ,
নির্ঘুম কাটে তাই ভেবে ভেবে প্রতি রাত।
বিবেকের বেড়াজালে আবদ্ধ এ হৃদয়,
কিঞ্চিত দূরত্বে অন্তরে জাগে ভয়।
অসহ্য যন্ত্রণা ভোগ করে কভূ প্রাণ,
তবুও সে ভালবাসা করে যায় সন্ধান।
সব জ্বালা সয়েও সে দিব্যি টিকে রয়,
অন্তর জুড়ে থাকে হারাবার সংশয়।
দূরত্ব ঘোচাতে বিবিধ আয়োজন,
সেই সুখে ভাসতে ব্যস্ত সে সারাক্ষণ।
আবদ্ধ হয়ে থাকা খুব কম আজ কাল,
মুক্ত প্রাঙ্গনে প্রাণ করে চলাচল।
নতুনের সন্ধানে ভাবনার উচ্ছাস,
পবিত্র প্রেম থাকে ন্যায় পথে উপবাস।
নোংরামি বড় বেশী ভালবাসা খুব কম,
হৃদয়ের সংঘাতে প্রেম ফিরে পায় দাম।
মন কভু ভাবেনি কি হবে ফলাফল,
তবু বেঁধে রেখেছে কঠিন এক মায়া জাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাফিউল কায়েস ২৪/০৫/২০১৮ভালো লাগলো
-
কামরুজ্জামান সাদ ২৩/০৫/২০১৮চমৎকার মায়ায় জড়ানো কবিতা।ভাল থাকবেন।