মানসিকতা
হয়তো অজানাই থেকে যাবে
কি কারনে আজ আমি পথভ্রষ্ট।
জীবন চলার পথে শত বাঁধা
হাজার বিপত্তি ক্রমাগত উপস্থিত।
আমি চেষ্টার ক্ষমতা যেন হারিয়েছি!
অশেষ মায়া মমতা দিয়ে
যে পৃথিবী গড়ে তুলেছে আমাকে,
তার প্রতি আজ আমার নিষ্ঠুর অত্যাচার।
আমার হৃদয় এতটুকুও বেদনাহত হয় না
ধ্বংস করতে তাকে, যে আমাকে বুকে দিল ঠাঁই।
সেই পরোপকারী মনোভাব আজ কোথায়?
কি কারণে ব্যর্থ ভাবনার জাগরণ?
তুমি ফেরাও আমাকে এ ধ্বংসের পথ হতে,
জাগ্রত কর প্রায়শ্চিত্ত করার মানসিকতা।
তোমার অনুমতি ব্যতিরেকে ঝরে না শুকনো পাতা
ওঠে না চাঁদ, যায় না সূর্য অস্ত।
কি কারনে আজ আমি পথভ্রষ্ট।
জীবন চলার পথে শত বাঁধা
হাজার বিপত্তি ক্রমাগত উপস্থিত।
আমি চেষ্টার ক্ষমতা যেন হারিয়েছি!
অশেষ মায়া মমতা দিয়ে
যে পৃথিবী গড়ে তুলেছে আমাকে,
তার প্রতি আজ আমার নিষ্ঠুর অত্যাচার।
আমার হৃদয় এতটুকুও বেদনাহত হয় না
ধ্বংস করতে তাকে, যে আমাকে বুকে দিল ঠাঁই।
সেই পরোপকারী মনোভাব আজ কোথায়?
কি কারণে ব্যর্থ ভাবনার জাগরণ?
তুমি ফেরাও আমাকে এ ধ্বংসের পথ হতে,
জাগ্রত কর প্রায়শ্চিত্ত করার মানসিকতা।
তোমার অনুমতি ব্যতিরেকে ঝরে না শুকনো পাতা
ওঠে না চাঁদ, যায় না সূর্য অস্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/০৫/২০১৮সবকিছু অনুমতি সাপেক্ষেই হচ্ছে
-
পবিত্র চক্রবর্তী ১২/০৫/২০১৮এটাও সুন্দর । বাধা হবে এখানে ॥
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৫/২০১৮জেগে উঠুক আত্মশক্তি।