মানবতার বিদায়
হয়তো তার এমনি ভাবে চলে যাওয়াটা,
তোমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে।
কিন্তু এ পৃথিবী হারিয়েছে মূল্যবান সম্পদ!
বাগান হারিয়েছে ফুল, নদী হারিয়েছে কূল।
বৃক্ষ হারিয়েছে মূল আর আমার প্রিয়জন-
প্রথম বারের মত বুঝেছে আমায় ভূল!
করুনা নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব লজ্জার,
মহত্ত্ব ফুটে ওঠে তার আলাপনে আচরণে।
তার কাছে মৃত্যু ভয়ের কিছু নয়,
বরং তোমাদের মিথ্যা প্রহসনের রঙিন দুনিয়া
তার কাছে কারাগার আবর্জনার স্তূপ।
প্রস্তাবে সম্মত হয়ে সমাধান পাবার যে সুপ্ত বাসনা,
তা যদি বিরুপ প্রভাবের বিস্তার ঘটায়।
জঘন্যতার শেষ প্রান্তে পৌঁছে গেছে মানবতা,
তার বিদায় নেওয়াটা স্পষ্ট ভাবে সেটাই বলে দেয়!
মুখ থুবড়ে পড়ে থাকে উদারতা আর নীতিবাক্য,
সমন্বয় ঘটানোর প্রত্যাশায় পথ চেয়ে থাকে
বেদনায় ঝরে যাওয়া অবারিত অশ্রুধারা!
যন্ত্রণায় কাতরায় মনীষীর নিষ্পাপ প্রাণ।
আপন ভূবনকে বিলাসী করার প্রত্যয়
কখনই তার ছিল না ছিল মানবার প্রতি
অগাধ বিশ্বাস আর সহমর্মিতা,
তোমরা কখনই মূল্যায়ন করনি তার মহানুভবতাকে।
তোমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে।
কিন্তু এ পৃথিবী হারিয়েছে মূল্যবান সম্পদ!
বাগান হারিয়েছে ফুল, নদী হারিয়েছে কূল।
বৃক্ষ হারিয়েছে মূল আর আমার প্রিয়জন-
প্রথম বারের মত বুঝেছে আমায় ভূল!
করুনা নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব লজ্জার,
মহত্ত্ব ফুটে ওঠে তার আলাপনে আচরণে।
তার কাছে মৃত্যু ভয়ের কিছু নয়,
বরং তোমাদের মিথ্যা প্রহসনের রঙিন দুনিয়া
তার কাছে কারাগার আবর্জনার স্তূপ।
প্রস্তাবে সম্মত হয়ে সমাধান পাবার যে সুপ্ত বাসনা,
তা যদি বিরুপ প্রভাবের বিস্তার ঘটায়।
জঘন্যতার শেষ প্রান্তে পৌঁছে গেছে মানবতা,
তার বিদায় নেওয়াটা স্পষ্ট ভাবে সেটাই বলে দেয়!
মুখ থুবড়ে পড়ে থাকে উদারতা আর নীতিবাক্য,
সমন্বয় ঘটানোর প্রত্যাশায় পথ চেয়ে থাকে
বেদনায় ঝরে যাওয়া অবারিত অশ্রুধারা!
যন্ত্রণায় কাতরায় মনীষীর নিষ্পাপ প্রাণ।
আপন ভূবনকে বিলাসী করার প্রত্যয়
কখনই তার ছিল না ছিল মানবার প্রতি
অগাধ বিশ্বাস আর সহমর্মিতা,
তোমরা কখনই মূল্যায়ন করনি তার মহানুভবতাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮সুন্দর কবিতা
-
আব্দুল হক ২৯/০৫/২০১৮সত্তি মর্মান্তিক!