মানবতা
উত্তপ্ত পথ পাড়ি দিয়ে
পর্যাপ্ত স্বপ্নে,
ক্লান্ত মনে বাসা বাঁধে
ভ্রান্ত দহনে।
সম্মিলিত আবেগেপ্রবন
প্রজ্জলিত আলো,
উষ্ণ ক্ষণে পুষ্প ঝরে
বরণ জমকালো।
অঙ্গ দুলে ভঙ্গ হল
কঠিন প্রতিজ্ঞা,
কি দুর্দশা সর্বনাশা
কাতর সমীক্ষা।
রিক্ত হাতে সিক্ত হল
চেতনা নির্বাক,
বৈভবের ওই উৎসবেতে
চিত্ত বাজায় ঢাক।
দৃষ্টি জুড়ে বৃষ্টি নামে
হাসির অভিনয়,
স্বপ্ন নিয়ে মগ্ন থাকা
নিত্য বৃদ্ধি পায়।
সঙ্গ দিল ভঙ্গ হল
সহজ ভুলের পালা,
মলিন মনের কঠিন ব্যাথা
বাড়ায় আরো জ্বালা।
সঞ্জিবনির প্রতিধ্বনি
উচ্চস্বরে বাজে,
লাজ ভয়ানক সাজ সেজেছে
ব্যস্ত ভীষণ কাজে।
ব্যক্ত করা শক্ত ভীষণ
বুঝছে সবাই ভুল,
পেয়ে কষ্ট পথ ভ্রষ্ট
মানবতার মূল।
পর্যাপ্ত স্বপ্নে,
ক্লান্ত মনে বাসা বাঁধে
ভ্রান্ত দহনে।
সম্মিলিত আবেগেপ্রবন
প্রজ্জলিত আলো,
উষ্ণ ক্ষণে পুষ্প ঝরে
বরণ জমকালো।
অঙ্গ দুলে ভঙ্গ হল
কঠিন প্রতিজ্ঞা,
কি দুর্দশা সর্বনাশা
কাতর সমীক্ষা।
রিক্ত হাতে সিক্ত হল
চেতনা নির্বাক,
বৈভবের ওই উৎসবেতে
চিত্ত বাজায় ঢাক।
দৃষ্টি জুড়ে বৃষ্টি নামে
হাসির অভিনয়,
স্বপ্ন নিয়ে মগ্ন থাকা
নিত্য বৃদ্ধি পায়।
সঙ্গ দিল ভঙ্গ হল
সহজ ভুলের পালা,
মলিন মনের কঠিন ব্যাথা
বাড়ায় আরো জ্বালা।
সঞ্জিবনির প্রতিধ্বনি
উচ্চস্বরে বাজে,
লাজ ভয়ানক সাজ সেজেছে
ব্যস্ত ভীষণ কাজে।
ব্যক্ত করা শক্ত ভীষণ
বুঝছে সবাই ভুল,
পেয়ে কষ্ট পথ ভ্রষ্ট
মানবতার মূল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮ছন্দের আন্তঃমিল আর কাব্যিক শব্দচয়নের এক মহামূল্যবান কবিতা...