লাশ পচা দুর্গন্ধ
বীভৎস লাশ পচা দুর্গন্ধ,
পরপারে নাগরিক স্বাচ্ছন্দ্য!
দণ্ডিত আজ যার নেই অন্যায়,
অনাচারে ভাসে অশ্রুর বন্যায়!
প্রতিজ্ঞ প্রশাসন বিক্রিত,
জাগ্রত ভান ধরে নিদ্রিত!
রাষ্ট্রীয় ব্যধি নিয়ে সাজসজ্জা,
মিথ্যাচারে নেই লাজলজ্জা!
বাহ্যিক রূপ করে মহানন্দ,
ভেতরে গলিত লাশ দুর্গন্ধ!
নেতৃস্থানীয়র লোভ অম্লান,
সাধারণ জনতার প্রাণ বলিদান!
সুকৌশলে পাতা ভয়াবহ ফাঁদ,
আইনের শেকলে বাঁধা প্রতিবাদ!
বীরত্ব বিক্রি হয় সস্তায়,
উপঢৌকন পেয়ে নাচে অন্যায়!
বিস্মিত বিস্ময়ে ভরা অন্তর,
চারিদিকে অবিচার শুধু ব্যভিচার!
চিৎকার হাহাকার নিরানন্দ,
চারিদিকে লাশ পচা দুর্গন্ধ!
পরপারে নাগরিক স্বাচ্ছন্দ্য!
দণ্ডিত আজ যার নেই অন্যায়,
অনাচারে ভাসে অশ্রুর বন্যায়!
প্রতিজ্ঞ প্রশাসন বিক্রিত,
জাগ্রত ভান ধরে নিদ্রিত!
রাষ্ট্রীয় ব্যধি নিয়ে সাজসজ্জা,
মিথ্যাচারে নেই লাজলজ্জা!
বাহ্যিক রূপ করে মহানন্দ,
ভেতরে গলিত লাশ দুর্গন্ধ!
নেতৃস্থানীয়র লোভ অম্লান,
সাধারণ জনতার প্রাণ বলিদান!
সুকৌশলে পাতা ভয়াবহ ফাঁদ,
আইনের শেকলে বাঁধা প্রতিবাদ!
বীরত্ব বিক্রি হয় সস্তায়,
উপঢৌকন পেয়ে নাচে অন্যায়!
বিস্মিত বিস্ময়ে ভরা অন্তর,
চারিদিকে অবিচার শুধু ব্যভিচার!
চিৎকার হাহাকার নিরানন্দ,
চারিদিকে লাশ পচা দুর্গন্ধ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ মজুমদার ০৬/১০/২০১৯খুব বাস্তব
-
দীপক কুমার বেরা ০১/১০/২০১৯বেশ ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০১৯মানুষের মন থেকে দূর হোক কালব্যাধি।
-
অবিরুদ্ধ মাহমুদ ৩০/০৯/২০১৯চমৎকার। অসাধারণ কাব্য ভাবনা।
-
ইবনে মনির হোসেন ২৯/০৯/২০১৯বর্তমান সময়ের এক বাস্তব চিত্র রূপায়িত হয়েছে এই লেখায়। শুব কামনা