কুরুক্ষেত্র
মানুষ যখন হয়ে ওঠে
অমানুষের মত,
সমাজ জুড়ে নেমে আসে
কষ্ট দুঃখ শত।
এই মানুষই তখন যদি
একটু সুযোগ পায়,
দ্বিধা লজ্জা ফেলে ভাইয়ের
রক্ত চুষে খায়।
নিরপরাধ লোকের ভাগ্যে
মৃত্যু দণ্ড জোটে,
ঘরে বসেই মোকদ্দমার
বোঝা ঘাড়ে ওঠে।
ধর্ম বর্ণ ঠিক থাকে না
স্বার্থ বড় হয়,
জাত বেজাতে ডলাডলি
রয়না লজ্জা ভয়?
ধারক বাহক হয়ে ওঠে
নির্মম মারমুখী,
অমানবিক নির্যাতনে
নেমে আসে ঝুকি।
তখন মানুষ হয়ে ওঠে
ভীষণ স্বার্থপর,
কুরুক্ষেত্র বানায় লোভে
আপন বসত ঘর।
অমানুষের মত,
সমাজ জুড়ে নেমে আসে
কষ্ট দুঃখ শত।
এই মানুষই তখন যদি
একটু সুযোগ পায়,
দ্বিধা লজ্জা ফেলে ভাইয়ের
রক্ত চুষে খায়।
নিরপরাধ লোকের ভাগ্যে
মৃত্যু দণ্ড জোটে,
ঘরে বসেই মোকদ্দমার
বোঝা ঘাড়ে ওঠে।
ধর্ম বর্ণ ঠিক থাকে না
স্বার্থ বড় হয়,
জাত বেজাতে ডলাডলি
রয়না লজ্জা ভয়?
ধারক বাহক হয়ে ওঠে
নির্মম মারমুখী,
অমানবিক নির্যাতনে
নেমে আসে ঝুকি।
তখন মানুষ হয়ে ওঠে
ভীষণ স্বার্থপর,
কুরুক্ষেত্র বানায় লোভে
আপন বসত ঘর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ০৯/০৬/২০১৮বাহ সুন্দর । এ ভাবেই লিখে যাও । ঝুঁকি নিলে ঝুকির ভুল ধীরে ধীরে কমে যায় । লাইনটা ঠিক বললাম কিনা দেখো তো ।