কৃত্রিম অসঙ্গতি
করেছে যে বড্ড ক্ষতি, সে আবেগের অধিপতি,
কর্মকাণ্ড আত্মঘাতী, বিপন্ন তাই অগ্রগতি।
অবিচ্ছেদ্য অন্ধকারে, ঘূর্ণায়মান চক্রাকারে,
হারায় যুগে যুগান্তরে, বাধ্য হয়ে সহ্য করে।
অগ্রগতির রক্তক্ষরণ, সত্ত্বায় সত্যের আন্দোলন,
করতে এ লজ্জা সংবরণ, অশ্রুজলে অবগাহন।
উত্তেজনায় বরফ গলে, উত্তেজিত ভূমণ্ডলে,
নিরাপত্তার আস্তাবলে, অত্যাচারের আগুন জ্বলে।
অনাচারের নিষ্পেষণে, অসঙ্গত আস্ফালনে,
চরম সত্য উদঘাটনে, অন্তরাত্মা প্রহর গোনে।
ব্যর্থতা নয় অযোগ্যতা, প্রশ্নবিদ্ধ সার্থকতা,
ঘৃণায় গড়া সে সখ্যতা, নির্লজ্জ যেআদিখ্যেতা।
বিপর্যস্ত তাও অক্ষত, হিংস্র বিবেক অসংযত,
প্রলোভনে নিষ্পেষিত, প্রার্থনাতেও অসম্মত ।
ব্যর্থতাতে উত্তেজনা, পরিশ্রমে সম্ভাবনা,
বারংবারের সম্পাদনা, সংবেদনশীল সমবেদনা।
মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ, ধরিত্রীময় উপভোগ্য,
সুপ্রসন্ন হলেও ভাগ্য, প্রতিভাবান আজ অযোগ্য।
শিরোধার্য সমুন্নত, ক্লান্তচিত্ত অসম্মত,
বিঘ্নতাতে পরাভূত, অবাধ্যতায় অসঙ্গত।
কর্মকাণ্ড আত্মঘাতী, বিপন্ন তাই অগ্রগতি।
অবিচ্ছেদ্য অন্ধকারে, ঘূর্ণায়মান চক্রাকারে,
হারায় যুগে যুগান্তরে, বাধ্য হয়ে সহ্য করে।
অগ্রগতির রক্তক্ষরণ, সত্ত্বায় সত্যের আন্দোলন,
করতে এ লজ্জা সংবরণ, অশ্রুজলে অবগাহন।
উত্তেজনায় বরফ গলে, উত্তেজিত ভূমণ্ডলে,
নিরাপত্তার আস্তাবলে, অত্যাচারের আগুন জ্বলে।
অনাচারের নিষ্পেষণে, অসঙ্গত আস্ফালনে,
চরম সত্য উদঘাটনে, অন্তরাত্মা প্রহর গোনে।
ব্যর্থতা নয় অযোগ্যতা, প্রশ্নবিদ্ধ সার্থকতা,
ঘৃণায় গড়া সে সখ্যতা, নির্লজ্জ যেআদিখ্যেতা।
বিপর্যস্ত তাও অক্ষত, হিংস্র বিবেক অসংযত,
প্রলোভনে নিষ্পেষিত, প্রার্থনাতেও অসম্মত ।
ব্যর্থতাতে উত্তেজনা, পরিশ্রমে সম্ভাবনা,
বারংবারের সম্পাদনা, সংবেদনশীল সমবেদনা।
মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ, ধরিত্রীময় উপভোগ্য,
সুপ্রসন্ন হলেও ভাগ্য, প্রতিভাবান আজ অযোগ্য।
শিরোধার্য সমুন্নত, ক্লান্তচিত্ত অসম্মত,
বিঘ্নতাতে পরাভূত, অবাধ্যতায় অসঙ্গত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০১/২০১৯বেশ সুন্দর
-
শেখ ফারুক হোসেন ২৮/০১/২০১৯চমৎকার