ক্রীতদাস বাঙ্গালী
রোজ সকালে কাগজ জুড়ে, ধর্ষণের খবর,
টিভির পর্দা ভরে আছে, লাশে ভরা শহর!
শিক্ষক দ্বারা লাঞ্ছিতা, না বালিকা ছাত্রী,
সারাদিন জুড়ে রাহাজানি, ভয় ভরা রাত্রি!
রোগী নিয়ে ব্যবসা করছে, নির্লজ্জ ডাক্তার,
দিন দুপুরে খুন করে যে, শাস্তি হয়না তাঁর!
নিরপরাধ সরলেরা, দিব্যি খাটছে জেল,
মধ্যে পড়ে আইন দেখায়, ভানুমতির খেল!
মাদক বানে দেশটা ভাসে, চোখের সামনে রোজ,
কার আহার কে চুরি করে, কার ঘরে হয় ভোজ?
ভিখেরিদের খুচরো টাকাও, কোটিপতি খায়,
অবৈধকে বৈধ করার, আছে নানান উপায়!
বেপরোয়া গাড়ী চাপায়, রোজই তো লোক মরে,
নিয়ম তখন আঙুল চোষে, বসে নিজের ঘরে!
শিক্ষা নিয়ে এই বানিজ্য, নয়কি সর্বনাশ?
লজ্জা ঢাকতে আত্মহত্যা, তবু প্রশ্ন ফাঁস!
হাত বাড়ালেই মিলছে, মানুষ মারার ঠিকাদার,
রোগী মরছে ছটফটিয়ে, অভাব চিকিৎসার!
বুড়িগঙ্গায় আজো মিলছে, বস্তা ভরা লাশ,
স্বাধীন হয়েও বাঙ্গালী কি, জিম্মি ক্রীতদাস?
টিভির পর্দা ভরে আছে, লাশে ভরা শহর!
শিক্ষক দ্বারা লাঞ্ছিতা, না বালিকা ছাত্রী,
সারাদিন জুড়ে রাহাজানি, ভয় ভরা রাত্রি!
রোগী নিয়ে ব্যবসা করছে, নির্লজ্জ ডাক্তার,
দিন দুপুরে খুন করে যে, শাস্তি হয়না তাঁর!
নিরপরাধ সরলেরা, দিব্যি খাটছে জেল,
মধ্যে পড়ে আইন দেখায়, ভানুমতির খেল!
মাদক বানে দেশটা ভাসে, চোখের সামনে রোজ,
কার আহার কে চুরি করে, কার ঘরে হয় ভোজ?
ভিখেরিদের খুচরো টাকাও, কোটিপতি খায়,
অবৈধকে বৈধ করার, আছে নানান উপায়!
বেপরোয়া গাড়ী চাপায়, রোজই তো লোক মরে,
নিয়ম তখন আঙুল চোষে, বসে নিজের ঘরে!
শিক্ষা নিয়ে এই বানিজ্য, নয়কি সর্বনাশ?
লজ্জা ঢাকতে আত্মহত্যা, তবু প্রশ্ন ফাঁস!
হাত বাড়ালেই মিলছে, মানুষ মারার ঠিকাদার,
রোগী মরছে ছটফটিয়ে, অভাব চিকিৎসার!
বুড়িগঙ্গায় আজো মিলছে, বস্তা ভরা লাশ,
স্বাধীন হয়েও বাঙ্গালী কি, জিম্মি ক্রীতদাস?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮এসব বন্ধ হবে কবে?
-
মুন্সি আব্দুল কাদির ১৫/১২/২০১৮ভাল লাগল কবি l আমরাতো সবকিছুকে জঙ্গল বানাতে চাচ্ছি, বাগান নয় l জঙ্গল আপনা আপনি হয়ে যায়, বাগানে পরিশ্রম করতে হয় l এই কাজটির বড়ই অভাব প্রিয় l
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১২/২০১৮nice
-
সাইদ খোকন নাজিরী ১৪/১২/২০১৮হলতো।অনেক হল ।শুনবে কে?