কৃষক
কৃষক মাঠে চাষ করে তাই
আমরা সবাই খাই,
ওদের মুখে হাঁসি ফুটুক
আমরা কি তা চাই?
ওদের গায়ের একফোটা ঘাম
যেটুক কষ্টে ঝরে,
ভোজন প্রেমী পেটুকরা কি
সেটুক কষ্ট করে?
রোজ সকালে পান্তা ভাত আর
পোড়া মরিচ খেয়ে,
মাঠে সোনার ফসল ফলায়
যাদের পানে চেয়ে।
তারাই যদি সে কৃষক কে
না দেয় ন্যায্য দাম,
আজীবন কি বৃথা যাবে
ওই কৃষকের ঘাম?
কৃষকদেরকে আমরা যদি
মূল্যায়ন না করি,
ক্যামনে তারা নামবে মাঠে
হাতে লাঙ্গল ধরি?
আমরা সবাই খাই,
ওদের মুখে হাঁসি ফুটুক
আমরা কি তা চাই?
ওদের গায়ের একফোটা ঘাম
যেটুক কষ্টে ঝরে,
ভোজন প্রেমী পেটুকরা কি
সেটুক কষ্ট করে?
রোজ সকালে পান্তা ভাত আর
পোড়া মরিচ খেয়ে,
মাঠে সোনার ফসল ফলায়
যাদের পানে চেয়ে।
তারাই যদি সে কৃষক কে
না দেয় ন্যায্য দাম,
আজীবন কি বৃথা যাবে
ওই কৃষকের ঘাম?
কৃষকদেরকে আমরা যদি
মূল্যায়ন না করি,
ক্যামনে তারা নামবে মাঠে
হাতে লাঙ্গল ধরি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ২২/১১/২০১৮নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।
-
পি পি আলী আকবর ২১/১১/২০১৮অসাধারণ
-
রাহুল শীল(হুসবসার) ২১/১১/২০১৮চমৎকার