কথার কথা
কথার কথা বলে লাভ কি বল হবে?
দিন তো একই ধারায় ঠিকই বয়ে যাবে।
আসল কথার দাম দিচ্ছে না কেউ আজ,
ভদ্রবেশী লোক গুলো সব আসলে রংবাজ।
শোনায় ন্যায়ের বানী করে চুরি জানি,
তবু তাকে স্যালুট মারি মুছে চোখের পানি।
সত্য যেন বোঝা মিথ্যা বলা সোজা,
গরীব লোকের পকেট কেটে হচ্ছে সে তরতাজা।
সকল কৌশল আছে ওদের ভীষণ জানা,
আইন কানুন সবই টাকার কাছে কানা।
অভিশপ্ত পথে চলছি সবাই ধেয়ে,
প্রকাশ হবার আশায় সত্য আছে চেয়ে।
রাজত্ব আজ তাদের যাদের আছে জোর,
দুর্বলেরা ভাবে হবে কখন ভোর।
এই অনাচার সয়ে কাটায় আধার রাত,
মুক্ত হবার দায়ে রক্তে রাঙ্গা হাত।
হাজার কথা জমা বলার সাহস কার?
কণ্ঠ রোধে ওরা সর্বদা তৎপর।
তবু ন্যায্য কথা বলতে আমার হবে,
কথার কথা হয়ে তাদের কাছে রবে।
দিন তো একই ধারায় ঠিকই বয়ে যাবে।
আসল কথার দাম দিচ্ছে না কেউ আজ,
ভদ্রবেশী লোক গুলো সব আসলে রংবাজ।
শোনায় ন্যায়ের বানী করে চুরি জানি,
তবু তাকে স্যালুট মারি মুছে চোখের পানি।
সত্য যেন বোঝা মিথ্যা বলা সোজা,
গরীব লোকের পকেট কেটে হচ্ছে সে তরতাজা।
সকল কৌশল আছে ওদের ভীষণ জানা,
আইন কানুন সবই টাকার কাছে কানা।
অভিশপ্ত পথে চলছি সবাই ধেয়ে,
প্রকাশ হবার আশায় সত্য আছে চেয়ে।
রাজত্ব আজ তাদের যাদের আছে জোর,
দুর্বলেরা ভাবে হবে কখন ভোর।
এই অনাচার সয়ে কাটায় আধার রাত,
মুক্ত হবার দায়ে রক্তে রাঙ্গা হাত।
হাজার কথা জমা বলার সাহস কার?
কণ্ঠ রোধে ওরা সর্বদা তৎপর।
তবু ন্যায্য কথা বলতে আমার হবে,
কথার কথা হয়ে তাদের কাছে রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার বেরা ১২/০৬/২০১৮সুন্দর ভাবনার প্রকাশ। অনেক শুভকামনা।
-
সাইদ খোকন নাজিরী ১২/০৬/২০১৮এ লেখায় চমৎকার ভাবে কবিত্ব ভাব ফুটে ওঠেছে।
-
পবিত্র চক্রবর্তী ১২/০৬/২০১৮ভালো হয়েছে ।