কথা দাও
আমি শুনতে চাইনা কারো মুখ থেকে
ক্রাইষ্টচার্চের নৃশংস আক্রমনের
জঘন্য ঘটনার ঘৃণ্য লোমহর্ষক বর্ণনা!
গুলিবিদ্ধ প্রবাসী ভাইয়ের বীভৎস চেহারা
আর একটি বারও দেখতে চাইনা
সোশ্যাল নেটওয়ার্কের বিস্তীর্ণ পাতা জুড়ে!
ওই মুসলিম অধ্যুষিত সম্ভ্রান্ত রাজ্যের
কোন বিলাশবহুল অট্টালিকার কোনে বসে
আর যেন ডুকরে না কাঁদে পেটের দায়ে পাড়ি জমানো
রূপসী এই বাংলার, আমার কোন মা বা বোন!
খুব তো বিজ্ঞাপন দিয়েছো নিজেই নিজের!
পৃথিবীর কোথায় কোন প্রান্তে সহজ সরল বাঙ্গালী
প্রতারকের খপ্পরে পড়ে বন্দী দশায় ঢলে পড়ছে
অনাকাঙ্ক্ষিত অকালমৃত্যুর কোলে
এবার তাঁর হিসেব দাও আমাকে!
এক বুক স্বপ্ন নিয়ে সুদূর সম্রাজ্যে পাড়ি জমানো
ফুলের মত পবিত্র বাঙ্গালী মেয়ে
ব্যভিচারের শিকার হয়ে কেন আজ গর্ভবতী?
আজ তোমাকে বলতেই হবে!
তোমার আধুনিকতার যান্ত্রিক অশ্রুতে
আর আমি ভিজতে চাই না!
আমি শুধু শুনতে চাই শান্তির বানী!
কথা দাও, আর কারো চোখ ভিজবেনা
কেউ আর কাঁদবে না স্বজন হারা কষ্টে!
নিষ্পাপ মানুষের পদধূলিতে নিশ্চিহ্ন হবে পাপ
আর তাঁদের চরণতলে মাথা লুটাবে পাপীরা
প্রতিজ্ঞা করো, কথা দাও আমায়!
ক্রাইষ্টচার্চের নৃশংস আক্রমনের
জঘন্য ঘটনার ঘৃণ্য লোমহর্ষক বর্ণনা!
গুলিবিদ্ধ প্রবাসী ভাইয়ের বীভৎস চেহারা
আর একটি বারও দেখতে চাইনা
সোশ্যাল নেটওয়ার্কের বিস্তীর্ণ পাতা জুড়ে!
ওই মুসলিম অধ্যুষিত সম্ভ্রান্ত রাজ্যের
কোন বিলাশবহুল অট্টালিকার কোনে বসে
আর যেন ডুকরে না কাঁদে পেটের দায়ে পাড়ি জমানো
রূপসী এই বাংলার, আমার কোন মা বা বোন!
খুব তো বিজ্ঞাপন দিয়েছো নিজেই নিজের!
পৃথিবীর কোথায় কোন প্রান্তে সহজ সরল বাঙ্গালী
প্রতারকের খপ্পরে পড়ে বন্দী দশায় ঢলে পড়ছে
অনাকাঙ্ক্ষিত অকালমৃত্যুর কোলে
এবার তাঁর হিসেব দাও আমাকে!
এক বুক স্বপ্ন নিয়ে সুদূর সম্রাজ্যে পাড়ি জমানো
ফুলের মত পবিত্র বাঙ্গালী মেয়ে
ব্যভিচারের শিকার হয়ে কেন আজ গর্ভবতী?
আজ তোমাকে বলতেই হবে!
তোমার আধুনিকতার যান্ত্রিক অশ্রুতে
আর আমি ভিজতে চাই না!
আমি শুধু শুনতে চাই শান্তির বানী!
কথা দাও, আর কারো চোখ ভিজবেনা
কেউ আর কাঁদবে না স্বজন হারা কষ্টে!
নিষ্পাপ মানুষের পদধূলিতে নিশ্চিহ্ন হবে পাপ
আর তাঁদের চরণতলে মাথা লুটাবে পাপীরা
প্রতিজ্ঞা করো, কথা দাও আমায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৩/২০১৯পৃথিবীর মানুষগুলো আরও মানবিক হোক।
-
আব্দুল হক ১৭/০৩/২০১৯বেশ!
-
আশা মনি ১৬/০৩/২০১৯প্রতিবাদি কবিতা! দারুন লিখেছেন।