কোটা প্রথা
স্বাধীন এই বাংলায়
আমি যেন পরাধীন,
মেধা আর প্রতিভা
লড়ে যায় রাত দিন।
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
মেধাবীর জুতো ক্ষয়,
কোটা প্রথা ন্যায্য
অধিকার কেড়ে নেয়।
নির্ঘুম কত রাত
কেটে গেল টেবিলে,
কিছু এসে যায় না
এক বেলা না খেলে।
বড় হতে হবে যে
মা বাবার স্বপ্ন,
তাই খেয়ে না খেয়ে
দিন রাত মগ্ন।
কাজ আর পাই কই
এত ভাল করে ফল,
কোটা প্রথা লেগে আছে
পিছে খেয়ে আদা জল।
দ্বারে দ্বারে ঘুরে আর
কত চটি ছিঁড়বে?
স্বাধীন এই দেশে কবে
স্বাধীনতা মিলবে?
বানরের গলাতে
মুক্তোর মালা রয়!
উলু বনে মুক্তো
বল কার প্রাণে সয়?
তাই আজ করি পণ
যতক্ষণ আছে প্রাণ,
ঘটাবোই ঘটাবো
কোটা প্রথার অবসান।
আমি যেন পরাধীন,
মেধা আর প্রতিভা
লড়ে যায় রাত দিন।
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
মেধাবীর জুতো ক্ষয়,
কোটা প্রথা ন্যায্য
অধিকার কেড়ে নেয়।
নির্ঘুম কত রাত
কেটে গেল টেবিলে,
কিছু এসে যায় না
এক বেলা না খেলে।
বড় হতে হবে যে
মা বাবার স্বপ্ন,
তাই খেয়ে না খেয়ে
দিন রাত মগ্ন।
কাজ আর পাই কই
এত ভাল করে ফল,
কোটা প্রথা লেগে আছে
পিছে খেয়ে আদা জল।
দ্বারে দ্বারে ঘুরে আর
কত চটি ছিঁড়বে?
স্বাধীন এই দেশে কবে
স্বাধীনতা মিলবে?
বানরের গলাতে
মুক্তোর মালা রয়!
উলু বনে মুক্তো
বল কার প্রাণে সয়?
তাই আজ করি পণ
যতক্ষণ আছে প্রাণ,
ঘটাবোই ঘটাবো
কোটা প্রথার অবসান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৫/০৫/২০১৮সুন্দর,ধন্যবাদ!
-
তাহমিদ জামান ১৪/০৫/২০১৮সাথে আছি
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৫/২০১৮বেশ ছন্দময় - তাই কবিতাটি হলো মুগ্ধময় ।
অনেক শুভেচ্ছা । -
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৫/২০১৮ওহ! দারুণ চমক
আবারো......
ধন্যবাদ