করিনা আর বিশ্বাস
অস্রুসজল সে প্রতিজ্ঞা,
নিষ্ঠুর নির্মম অবজ্ঞা!
শুধু তোমাকেই দিয়ে সম্ভব,
লোভ দ্বারা শুরু পাপের উদ্ভব!
দূরত্ব মেনে নেয়া কষ্ট,
ছলনায় ভাবনা বিনষ্ট!
সম্মুখে দেখেছি চমৎকার,
ভেতরটা জুড়ে ছিল আন্ধার!
করেছিলে লোভনীয় কল্পনা,
অকল্পনীয় দিলে যন্ত্রণা!
সামান্য সময়ের আনন্দে,
নরকে গিয়েছো স্বাচ্ছন্দ্যে!
কেন গো করেছো তিরস্কার?
বিনিময়ে পেয়েছো পুরষ্কার?
নেই আজ মনে দ্বিধা দন্ধ,
আবেগে হবোনা আর অন্ধ!
আজ করো নিজেকে নিয়ন্ত্রণ,
লাগেনা লাগেনা জোড়া ভাঙা মন!
অভিনয় সবি মিছে আশ্বাস,
করবোনা তোমায় আর বিশ্বাস!
নিষ্ঠুর নির্মম অবজ্ঞা!
শুধু তোমাকেই দিয়ে সম্ভব,
লোভ দ্বারা শুরু পাপের উদ্ভব!
দূরত্ব মেনে নেয়া কষ্ট,
ছলনায় ভাবনা বিনষ্ট!
সম্মুখে দেখেছি চমৎকার,
ভেতরটা জুড়ে ছিল আন্ধার!
করেছিলে লোভনীয় কল্পনা,
অকল্পনীয় দিলে যন্ত্রণা!
সামান্য সময়ের আনন্দে,
নরকে গিয়েছো স্বাচ্ছন্দ্যে!
কেন গো করেছো তিরস্কার?
বিনিময়ে পেয়েছো পুরষ্কার?
নেই আজ মনে দ্বিধা দন্ধ,
আবেগে হবোনা আর অন্ধ!
আজ করো নিজেকে নিয়ন্ত্রণ,
লাগেনা লাগেনা জোড়া ভাঙা মন!
অভিনয় সবি মিছে আশ্বাস,
করবোনা তোমায় আর বিশ্বাস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাওহীদুল ইসলাম তুহিন ২০/০১/২০১৯করিনা আর বিশ্বাস, ভালো লেগেছে
-
সাইদ খোকন নাজিরী ২০/০১/২০১৯কালোর মাঝে আলো!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০১/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০১৯ভালো।