কোমলতা
ঐ হৃদয়ের কোমলতা
বিষণ্ণ মাদকতা,
ব্যর্থ ব্যথিকে খুঁজে দিয়েছে
সফল সার্থকতা।
পরিত্রাণ পেতে উম্মাদ হয়ে
জীবনের জ্বালা থেকে,
বিশ্বাস করে আশ্বাস দিয়ে
নিজের বুকে রেখে।
ভ্রাম্যমাণের স্থায়ী বাস
করলে আবিষ্কার,
সেই তো তোমার রক্ত ঝরাল
করল তিরস্কার।
ব্যথার ব্যাথী সুখের সাথী
তোমার প্রহসন,
কোমল তোমায় কঠোর হতে
করল নিমন্ত্রণ।
অন্তরাত্মার গহীন হতে
সৃষ্ট আর্তনাদ,
নমনীয়তার অভিপ্রায়ে
বিলুপ্ত সম্পদ।
অশ্লীলতার অন্ধকারে
অস্তমিত রবি,
আজকে তোমায় বাধ্য করল
সপে দিতে সবি।
লৌকিকতার ধার ধারেনা
সুপ্ত মনের আশা,
ঐ হৃদয়ের কোমলতাই
যোগায় ভালবাসা।
উষ্ণ ছোঁয়া তৃষ্ণা মেটায়
দেয় ভূলিয়ে জ্বালা,
অন্তরালের স্বপ্নগুলো
যায় না মুখে বলা।
কোমলময়ী তুমিই জয়ী
সার্থক আমার মোহ,
বিশাল ভূবন আমিই আপন
চায়নি তোমায় কেহ।
চরিত্রকে পবিত্রতে
সৃষ্ট বদান্যতা,
এই ধরিত্রী রাখবে মনে
তোমার কোমলতা।
বিষণ্ণ মাদকতা,
ব্যর্থ ব্যথিকে খুঁজে দিয়েছে
সফল সার্থকতা।
পরিত্রাণ পেতে উম্মাদ হয়ে
জীবনের জ্বালা থেকে,
বিশ্বাস করে আশ্বাস দিয়ে
নিজের বুকে রেখে।
ভ্রাম্যমাণের স্থায়ী বাস
করলে আবিষ্কার,
সেই তো তোমার রক্ত ঝরাল
করল তিরস্কার।
ব্যথার ব্যাথী সুখের সাথী
তোমার প্রহসন,
কোমল তোমায় কঠোর হতে
করল নিমন্ত্রণ।
অন্তরাত্মার গহীন হতে
সৃষ্ট আর্তনাদ,
নমনীয়তার অভিপ্রায়ে
বিলুপ্ত সম্পদ।
অশ্লীলতার অন্ধকারে
অস্তমিত রবি,
আজকে তোমায় বাধ্য করল
সপে দিতে সবি।
লৌকিকতার ধার ধারেনা
সুপ্ত মনের আশা,
ঐ হৃদয়ের কোমলতাই
যোগায় ভালবাসা।
উষ্ণ ছোঁয়া তৃষ্ণা মেটায়
দেয় ভূলিয়ে জ্বালা,
অন্তরালের স্বপ্নগুলো
যায় না মুখে বলা।
কোমলময়ী তুমিই জয়ী
সার্থক আমার মোহ,
বিশাল ভূবন আমিই আপন
চায়নি তোমায় কেহ।
চরিত্রকে পবিত্রতে
সৃষ্ট বদান্যতা,
এই ধরিত্রী রাখবে মনে
তোমার কোমলতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা. মুহাম্মদ হেলাল উদ্দিন ০৫/০৫/২০১৮কোমলতা কার না পছন্দ?
-
মুকিম মাহমুদ মুকিত ০৪/০৫/২০১৮দারুণ লেখা
-
আব্দুল হক ০৪/০৫/২০১৮অনেক ভালো লিখেছেন। মোবারকবাদ!