কল্পনার তুমি
ভাবিনি পৃথিবী কি দিল আমায়,
শুধুই ভেবেছি কি দিব তোমায়;
শরীরের শেষ রক্তবিন্দু নাকি পুরো জীবন?
তুমি জুড়ে সুখের খেলা,
আমার বেলায় অবহেলা;
বুঝতে চাওনি হৃদয় জুড়ে কত রক্তক্ষরণ।
বয়ে চলা মেঘের সারি,
অজস্র তারা গুনতে পারি;
তবু ঘৃণার পাহাড় কেন সামনে এসে দাঁড়ায়?
চাইনি পেতে সুখ কখনো,
আমি জানি তুমিও জানো;
কিসের এত ব্যথা তবু হৃদয় আজো পোড়ায়?
শুধুই ভেবেছি কি দিব তোমায়;
শরীরের শেষ রক্তবিন্দু নাকি পুরো জীবন?
তুমি জুড়ে সুখের খেলা,
আমার বেলায় অবহেলা;
বুঝতে চাওনি হৃদয় জুড়ে কত রক্তক্ষরণ।
বয়ে চলা মেঘের সারি,
অজস্র তারা গুনতে পারি;
তবু ঘৃণার পাহাড় কেন সামনে এসে দাঁড়ায়?
চাইনি পেতে সুখ কখনো,
আমি জানি তুমিও জানো;
কিসের এত ব্যথা তবু হৃদয় আজো পোড়ায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৪/০৩/২০১৮ঠিক তাই ভুলে যেতে চাই হৃদয়ের দুঃখ ক্লেশ।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৩/২০১৮মর্মবেদনা!