কলি কাল
প্রয়োজনের পাশে মাথা উঁচু করে
দাঁড়িয়েছে আজ শোষণ,
সংবিধানের ধারা গুলো
হয়ে যাচ্ছে গোপন।
আইন বেঁচে ধারক বাহক
খাচ্ছে মুড়িঘণ্ট,
নিপীড়িত জনগণ তাই
হচ্ছে সর্বস্বান্ত।
ষড়ঋতুর প্রকৃতিও
দিচ্ছে কালের দোহাই,
বর্ষাকালে শীতে কাঁপি
বৃষ্টি মোটেও নাই।
আবার যখন অবিরত
ইচ্ছে মত ঝরে,
বেপরোয়া বানে ভেসে
লাখো প্রাণী মরে।
বিদ্যা বেঁচে ধনী হবার
স্বপ্ন দেখে টিচার,
প্রশ্নপত্র বিক্রি করে
ছাদে বাজায় গীটার।
ছাত্রীর উপর নর পশুর
যখন পড়ে নজর,
ছদ্মবেশী টিচার নামে
কলি কালের বাঁদর।
মা বোনেরা পণ্য যখন
আইন তখন কোথায়,
গামছা পরে ভোট চাইতে
নেতা সামনে দাঁড়ায়।
ভোট চলে যায় রাস্তাগুলো
তেমনি থাকে খাল,
শরীর বেচে নেশা করে
এটাই কলি কাল।
দাঁড়িয়েছে আজ শোষণ,
সংবিধানের ধারা গুলো
হয়ে যাচ্ছে গোপন।
আইন বেঁচে ধারক বাহক
খাচ্ছে মুড়িঘণ্ট,
নিপীড়িত জনগণ তাই
হচ্ছে সর্বস্বান্ত।
ষড়ঋতুর প্রকৃতিও
দিচ্ছে কালের দোহাই,
বর্ষাকালে শীতে কাঁপি
বৃষ্টি মোটেও নাই।
আবার যখন অবিরত
ইচ্ছে মত ঝরে,
বেপরোয়া বানে ভেসে
লাখো প্রাণী মরে।
বিদ্যা বেঁচে ধনী হবার
স্বপ্ন দেখে টিচার,
প্রশ্নপত্র বিক্রি করে
ছাদে বাজায় গীটার।
ছাত্রীর উপর নর পশুর
যখন পড়ে নজর,
ছদ্মবেশী টিচার নামে
কলি কালের বাঁদর।
মা বোনেরা পণ্য যখন
আইন তখন কোথায়,
গামছা পরে ভোট চাইতে
নেতা সামনে দাঁড়ায়।
ভোট চলে যায় রাস্তাগুলো
তেমনি থাকে খাল,
শরীর বেচে নেশা করে
এটাই কলি কাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৪/০৫/২০১৮সুন্দর।
-
সাইফুল ইসলাম ০৩/০৫/২০১৮বিদ্ৰোহী এই কবিতা, অসাধাৱণ
-
ন্যান্সি দেওয়ান ০৩/০৫/২০১৮Good.