কখনো কখনো
কখনো কখনো সুখের চেয়ে বিরহ মধুর লাগে,
আনন্দ দেয় অনেক বেশী ভোগের চেয়ে ত্যাগে।
কষ্টে নয়গো আনন্দেও কাঁদেন অনেক লোকে,
বহু কাংখিত মহানন্দে অশ্রু আসে চোখে।
কখনো কখনো মানুষ পশুর চেয়েও অধম হয়,
হিংস্র জানোয়ারের মতো রক্ত চুষে নেয়।
এই মানুষই উজাড় করে মানুষ ভালোবাসে,
একের জন্য অন্যে জীবন সপে দিয়েও হাসে।
কখনো কখনো মৃদু হাওয়া ভয়ংকর রুপ নেয়,
বৃক্ষ ফসল বসত বাড়ি মাটিতে লুটিয়ে দেয়।
এই হাওয়াতেই কানন জুড়ে ফুলকলিরা দোলে,
পরান জুড়ায় মধুর ঘ্রানে যন্ত্রণা যায় ভুলে।
কখনো কখনো বৃষ্টি ধারা মহামারী রুপ নেয়,
নদীর দুটি কুল ছাপিয়ে প্রলয় বানে ভাসায়।
এই বৃষ্টির ফোটায় আবার ধরার তৃষ্ণা মেটে,
ভুবন জুড়ে সবুজে ছেয়ে ফুলে ফলে ভরে ওঠে।
কখনো কখনো ভালোবেসে লোকে নিঃস্ব হয়ে যায়,
সবকিছু সপে আজীবন কাঁদে বিরহ বেদনায় ।
এই ভালোবাসা যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে ধরা,
কেউ পেয়ে আর কেউ না পেয়ে হয়েছে পাগল পারা।
আনন্দ দেয় অনেক বেশী ভোগের চেয়ে ত্যাগে।
কষ্টে নয়গো আনন্দেও কাঁদেন অনেক লোকে,
বহু কাংখিত মহানন্দে অশ্রু আসে চোখে।
কখনো কখনো মানুষ পশুর চেয়েও অধম হয়,
হিংস্র জানোয়ারের মতো রক্ত চুষে নেয়।
এই মানুষই উজাড় করে মানুষ ভালোবাসে,
একের জন্য অন্যে জীবন সপে দিয়েও হাসে।
কখনো কখনো মৃদু হাওয়া ভয়ংকর রুপ নেয়,
বৃক্ষ ফসল বসত বাড়ি মাটিতে লুটিয়ে দেয়।
এই হাওয়াতেই কানন জুড়ে ফুলকলিরা দোলে,
পরান জুড়ায় মধুর ঘ্রানে যন্ত্রণা যায় ভুলে।
কখনো কখনো বৃষ্টি ধারা মহামারী রুপ নেয়,
নদীর দুটি কুল ছাপিয়ে প্রলয় বানে ভাসায়।
এই বৃষ্টির ফোটায় আবার ধরার তৃষ্ণা মেটে,
ভুবন জুড়ে সবুজে ছেয়ে ফুলে ফলে ভরে ওঠে।
কখনো কখনো ভালোবেসে লোকে নিঃস্ব হয়ে যায়,
সবকিছু সপে আজীবন কাঁদে বিরহ বেদনায় ।
এই ভালোবাসা যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে ধরা,
কেউ পেয়ে আর কেউ না পেয়ে হয়েছে পাগল পারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৭/০২/২০১৯অনেক দিন পর পড়লাম আপনার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০১৯বেশ!
-
রনি বিশ্বাস ০৬/০২/২০১৯একমত পোষন করছি।