কবি মরে যাক
বউ রোজ ধরে পায়,
দিন রাত মাফ চায়!
কবিতা ভুলে যাও,
সংসারে মন দাও!
কবি মন বোঝে না,
কারো কথা শোনে না!
লিখে যায় কবিতা,
কম লোকে পড়ে তা!
ছাপতে কবিতা বই,
সব শেষ থাকে কই?
শোয় রাতে গাছ তলে,
পাগলেও কান মলে!
ডান বাম বোঝেনা,
কোন লাভ খোঁজেনা!
থাকে সৎ স্বভাবে,
তাই মরে অভাবে!
মরুক সে না খেয়ে,
পায় কই কিছু চেয়ে?
যাক কবি মরে যাক!
কবিতা বেঁচে থাক।
দিন রাত মাফ চায়!
কবিতা ভুলে যাও,
সংসারে মন দাও!
কবি মন বোঝে না,
কারো কথা শোনে না!
লিখে যায় কবিতা,
কম লোকে পড়ে তা!
ছাপতে কবিতা বই,
সব শেষ থাকে কই?
শোয় রাতে গাছ তলে,
পাগলেও কান মলে!
ডান বাম বোঝেনা,
কোন লাভ খোঁজেনা!
থাকে সৎ স্বভাবে,
তাই মরে অভাবে!
মরুক সে না খেয়ে,
পায় কই কিছু চেয়ে?
যাক কবি মরে যাক!
কবিতা বেঁচে থাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২৯/১০/২০১৮কবি ও কবিতা দুই বেঁচে থাকুক।
-
আব্দুল হক ২৯/১০/২০১৮অনেক ভালো
-
মোঃ শাহজালাল ২৮/১০/২০১৮কবিদের হৃদয়ে থাকে হাজার ও বেদনা ।
তারপরও লিখে যাক হাজার হাজার কবিতা।
নিঃস্বার্থ কবিদের হৃদয়টা ভরে উঠুক খুশির বার্তা হয়ে।
সূর্য যেমন করে নিঃস্বার্থে আলো দেয় প্ৰতিদিনে
তেমনি করে চাই আমি কবি গণ ও স্বার্থহীন ভাবে জ্ঞানের আলো ছড়ায় দিনে দিনে।। -
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০১৮কবিতা বেঁচে থাকুক।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৮/১০/২০১৮https://banglarkobita.com লিখতে পারেন।।। কবিতার ব্লগ এটি
-
মহিউদ্দিন রমজান ২৮/১০/২০১৮সুন্দর