কবি যদি মরে যায়
কবি যদি মরে যায়, অকালে ঝরে যায়,
ব্যস্ত এ ভুবনে, কে তাঁর খোঁজ নেয়?
তবুও এই কবি, তুলে ধরে সব দাবী,
রাষ্ট্র বা সমাজের, বঞ্চিত সকলের।
যত সে জ্বালা সয়, তত হক কথা কয়,
মিথ্যা ঠিকই হারে, কলমেরই জয় হয়।
সত্যের সন্ধানে, ছুটে যায় সব খানে,
মানুষের কল্যানে, সব সাজা নেয় মেনে।
সয় কবি অবহেলা, কষ্টের পথ চলা,
স্বভাবটা থেকে যায়, ন্যায়ের কথা বলা।
সেই কবি একদিন, পড়ে রয় সাথী হীন,
কেউ তাঁর ব্যথা গুলো, বোঝেনি তো কোনদিন।
বলেছে যা কলমে, গেঁথে রয় মরমে,
অবহেলেছিল যারা, ঢাকে মুখ শরমে।
দু চোখের লোনা জলে, গিয়েছিল যা বলে,
আজ তা মেনে নিতে, উদ্যত সকলে।
অথচ এই কবি, এঁকেছিল যে ছবি,
ঠিক তাঁর আড়ালেই, ঢাকা ছিল এই রবি।
শত ব্যথা বেদনায়, সত্যই বলে যায়,
কার কি যায় আসে, কবি যদি মরে যায়?
ব্যস্ত এ ভুবনে, কে তাঁর খোঁজ নেয়?
তবুও এই কবি, তুলে ধরে সব দাবী,
রাষ্ট্র বা সমাজের, বঞ্চিত সকলের।
যত সে জ্বালা সয়, তত হক কথা কয়,
মিথ্যা ঠিকই হারে, কলমেরই জয় হয়।
সত্যের সন্ধানে, ছুটে যায় সব খানে,
মানুষের কল্যানে, সব সাজা নেয় মেনে।
সয় কবি অবহেলা, কষ্টের পথ চলা,
স্বভাবটা থেকে যায়, ন্যায়ের কথা বলা।
সেই কবি একদিন, পড়ে রয় সাথী হীন,
কেউ তাঁর ব্যথা গুলো, বোঝেনি তো কোনদিন।
বলেছে যা কলমে, গেঁথে রয় মরমে,
অবহেলেছিল যারা, ঢাকে মুখ শরমে।
দু চোখের লোনা জলে, গিয়েছিল যা বলে,
আজ তা মেনে নিতে, উদ্যত সকলে।
অথচ এই কবি, এঁকেছিল যে ছবি,
ঠিক তাঁর আড়ালেই, ঢাকা ছিল এই রবি।
শত ব্যথা বেদনায়, সত্যই বলে যায়,
কার কি যায় আসে, কবি যদি মরে যায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১২/২০১৮shundor
-
দীপক কুমার সরকার ০২/১২/২০১৮একেবারেই বাস্তব। দারুণ লেগেছে কবি।
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮অনন্য
-
সাইয়িদ রফিকুল হক ০১/১২/২০১৮কবি মরে না। তাঁর দেহত্যাগ হয় কিন্তু আত্মা বেঁচে থাকে কথামালার ভিতরে।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/১২/২০১৮বাহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/১২/২০১৮সুন্দর