কি লাভ হবে হায়
ঘসে মেজে দেহ টাকে
মনি মুক্তোয় মুড়ে রেখে
কি লাভ হবে হায়,
সেইতো মাটির দেহ
মাটির সাথেই মিশে যায়।
শ্বেত পাথরের গড়লে বাড়ি
কোটি টাকার চড়লে গাড়ি
কি লাভ হল হায়,
খাটিয়াতেই চড়ে যদি
শেষ যাত্রা হয়।
কত সালাম প্রণাম মেলে
সম্মুখে কি সুনাম বলে
কি লাভ তাতে হায়,
চোখের আড়াল হলে যদি
অভিশাপই দেয়।
কত নিরাপত্তায় ঘেরা
হাজার আপন জনে ভরা
কি লাভ পেলে হায়,
আসার বেলায় একলা সবাই
একলাই যেতে হয়।
মনি মুক্তোয় মুড়ে রেখে
কি লাভ হবে হায়,
সেইতো মাটির দেহ
মাটির সাথেই মিশে যায়।
শ্বেত পাথরের গড়লে বাড়ি
কোটি টাকার চড়লে গাড়ি
কি লাভ হল হায়,
খাটিয়াতেই চড়ে যদি
শেষ যাত্রা হয়।
কত সালাম প্রণাম মেলে
সম্মুখে কি সুনাম বলে
কি লাভ তাতে হায়,
চোখের আড়াল হলে যদি
অভিশাপই দেয়।
কত নিরাপত্তায় ঘেরা
হাজার আপন জনে ভরা
কি লাভ পেলে হায়,
আসার বেলায় একলা সবাই
একলাই যেতে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ১৮/১০/২০১৮কঠিন বাস্তব।
-
কালাম হাবিব১ ১৮/১০/২০১৮বর্তমানে আদর বাড়ে।
ভবিষ্যৎ এর জীবন তাড়ে।।
অতীতের সম্মান চলে।
বর্তমানের গ্যাঁড়াকলে।।
ভাবতে ভাবতে ভাবিয়া যাই।
ভবিষ্যৎ দিন গুলি ভাই।।
জীবন চলে, দূষণ জলে, আর দূষণ যুক্ত বায়ু।
ভবিষ্যৎ এর কমে চলেছে দিন গুলির আয়ু।।
বর্তমানের উন্নতি।
ভবিষ্যৎ এর ভাই অবনতি।।
উন্নতি করে বায়ু নষ্ট।
বেড়ে চলেছে শ্বাসকষ্ট।।
হঠাৎ করে দেখিতে পাই।
শ্বাসের কোনো নিশানা নাই।।
তারপর শুরু দোয়া সুরা, রাম রাম হরিবোল।
চারিদিকে ভেঙে পড়ে কান্নার রোল।।
কেউ যায় কবরে দোয়া সুরা বলে।
কেউ যায় রামরাম হরিবোল হরিবোল
চিতার আগুনে জ্বলে।। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/১০/২০১৮দারুণ থিম
বন্ধু!!!