খোঁজাখুঁজি
কেউ খোঁজে গাড়ি বাড়ি
কেউ খোঁজে শিক্ষা,
কেউ আবার হাত পেতে
চেয়ে নেয় ভিক্ষা!
সুখ পেতে হাসি মুখে
কেউ হয় বন্দী,
যার আশায় ধরা দেয়
সেই প্রতিদ্বন্দ্বী!
জীবনটা বদলাতে
বিক্রি হয় কেউ,
শান্তির আশাতে
শুধু বেদনার ঢেউ!
প্রেমের ফাঁদে পড়ে
কারো পাগলের বেশ,
কারো মায়াজালে ফেঁসে
কত জন নিঃশেষ!
ভুল বুঝে ঝাপ দেয়
দেখে পেশী শক্তি,
নিজেকে শেষ করে
পেতে চায় মুক্তি।
নিজেকে বিলায় কেউ
দারিদ্র ঘোচাতে,
আমরন জ্বলে যায়
সে কাটার খোঁচাতে!
ধোকা খেয়ে গেছে বসে
কেউ ওই রাস্তায়,
কেউ আজো খুঁজছে
কবে পাবে সস্তায়।
কেউ আবার রুপ খোঁজে
কেউ বা খোঁজে গুন,
কেউ প্রেমে ভয় পায়
যদি মাখে কালি চুন!
শরীরের খোঁজে কেউ
আজো গুনে যায় দিন,
আমি ভালোবাসা খুঁজি
বোঝেনি সে কোন দিন!
কেউ খোঁজে শিক্ষা,
কেউ আবার হাত পেতে
চেয়ে নেয় ভিক্ষা!
সুখ পেতে হাসি মুখে
কেউ হয় বন্দী,
যার আশায় ধরা দেয়
সেই প্রতিদ্বন্দ্বী!
জীবনটা বদলাতে
বিক্রি হয় কেউ,
শান্তির আশাতে
শুধু বেদনার ঢেউ!
প্রেমের ফাঁদে পড়ে
কারো পাগলের বেশ,
কারো মায়াজালে ফেঁসে
কত জন নিঃশেষ!
ভুল বুঝে ঝাপ দেয়
দেখে পেশী শক্তি,
নিজেকে শেষ করে
পেতে চায় মুক্তি।
নিজেকে বিলায় কেউ
দারিদ্র ঘোচাতে,
আমরন জ্বলে যায়
সে কাটার খোঁচাতে!
ধোকা খেয়ে গেছে বসে
কেউ ওই রাস্তায়,
কেউ আজো খুঁজছে
কবে পাবে সস্তায়।
কেউ আবার রুপ খোঁজে
কেউ বা খোঁজে গুন,
কেউ প্রেমে ভয় পায়
যদি মাখে কালি চুন!
শরীরের খোঁজে কেউ
আজো গুনে যায় দিন,
আমি ভালোবাসা খুঁজি
বোঝেনি সে কোন দিন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।