খবিশ
মুখে মুখে ভালবাসা অন্তরে ভরা বিষ,
বাইরে তো সুশ্রী ভেতরেতে সে খবিশ।
প্রশংসা সম্মুখে প্রাণে ভরা দুর্নাম,
মায়াকান্নায় ভুলে দেই জীবনের দাম।
স্বার্থ উদ্ধারে সূর অতি সুমধুর,
প্রয়োজন ফুরালে দূর হতে বহু দূর।
বিবেকের হাতছানি অন্তরে বায়না,
খবিশের অবয়ব দেখে বোঝা যায় না।
এক হাত পদতলে এক হাত গ্রীবায়,
দরকার মিটাতে মোম হয়ে গলে যায়।
বিশ্বস্ত হতে বহুরূপী হয়ে রয়,
নোংরামি ধরা খেলে ক্ষমা চায় ধরে পায়।
বিশ্বাস করে নিলে স্বস্তির নিঃশ্বাস,
হিংস্র সে দুটি হাতে হাসি মুখে দেয় ফাঁস।
বশ করা ফাঁদে ফেলে তার সংকল্প,
জঘন্য খবিশের নগণ্য গল্প।
সারাক্ষণ তোষামোদি করা তার অভ্যাস,
প্রাণ দিতে প্রস্তুত আসলে সে দেয় বাঁশ।
কণ্ঠে মধু ঝরে মূলত সে ঢালে বিষ,
চামচামি পেশা তাঁর মানুষরূপী খবিশ।
বাইরে তো সুশ্রী ভেতরেতে সে খবিশ।
প্রশংসা সম্মুখে প্রাণে ভরা দুর্নাম,
মায়াকান্নায় ভুলে দেই জীবনের দাম।
স্বার্থ উদ্ধারে সূর অতি সুমধুর,
প্রয়োজন ফুরালে দূর হতে বহু দূর।
বিবেকের হাতছানি অন্তরে বায়না,
খবিশের অবয়ব দেখে বোঝা যায় না।
এক হাত পদতলে এক হাত গ্রীবায়,
দরকার মিটাতে মোম হয়ে গলে যায়।
বিশ্বস্ত হতে বহুরূপী হয়ে রয়,
নোংরামি ধরা খেলে ক্ষমা চায় ধরে পায়।
বিশ্বাস করে নিলে স্বস্তির নিঃশ্বাস,
হিংস্র সে দুটি হাতে হাসি মুখে দেয় ফাঁস।
বশ করা ফাঁদে ফেলে তার সংকল্প,
জঘন্য খবিশের নগণ্য গল্প।
সারাক্ষণ তোষামোদি করা তার অভ্যাস,
প্রাণ দিতে প্রস্তুত আসলে সে দেয় বাঁশ।
কণ্ঠে মধু ঝরে মূলত সে ঢালে বিষ,
চামচামি পেশা তাঁর মানুষরূপী খবিশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৯/২০১৮
-
মধু মঙ্গল সিনহা ০১/০৯/২০১৮সুন্দর শব্দ চয়নে কবিতাটি অনবদ্য
-
আ'বিরু সাবীল ০১/০৯/২০১৮নট ব্যাড! চেষ্টা চালিয়ে যান। শুভকামনা নিরন্তর।
-
আব্দুল হক ৩১/০৮/২০১৮বেশ, সুন্দর, ধন্যবাদ!
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০১৮মানুষ চেনা কঠিন।
অনেক সুন্দর ।