কেন এমন হয়
কেন এমন হয়?
বারে বারে অসহায়ের
স্বপ্ন ভেঙে যায়?
বাঁচে যারা আশা নিয়ে
শান্তি জলাঞ্জলি দিয়ে,
অত্যাচারের শিকার শুধু
তাঁরা কেন হয়?
যে কোনদিন দ্যাখেনি সুখ
শুধু আশায় বেঁধেছে বুক,
সারা জীবন কেন শুধু
তাঁরাই দুঃখ পায়?
জোটেনি যার ভালোবাসা
কষ্ট নিয়ে ভবে আসা,
একটু মুচকি হাসি কেন
তাদের জন্য নয়?
হোঁচট খাওয়া চলতে শিখে
পাহাড় সমান আঘাত বুকে,
চলার পথে তাঁদের সঙ্গী
কেউ কখনো নয়!
পেতে একটু সুখের পরশ
ছুটে চলা রাত্রি দিবস,
কেন তাঁরা ছুটতে ছুটতে
শুধুই হোঁচট খায়?
কেন এমন হয়?
বারে বারে ভাঙা স্বপ্ন
আবার ভেঙে যায়?
বারে বারে অসহায়ের
স্বপ্ন ভেঙে যায়?
বাঁচে যারা আশা নিয়ে
শান্তি জলাঞ্জলি দিয়ে,
অত্যাচারের শিকার শুধু
তাঁরা কেন হয়?
যে কোনদিন দ্যাখেনি সুখ
শুধু আশায় বেঁধেছে বুক,
সারা জীবন কেন শুধু
তাঁরাই দুঃখ পায়?
জোটেনি যার ভালোবাসা
কষ্ট নিয়ে ভবে আসা,
একটু মুচকি হাসি কেন
তাদের জন্য নয়?
হোঁচট খাওয়া চলতে শিখে
পাহাড় সমান আঘাত বুকে,
চলার পথে তাঁদের সঙ্গী
কেউ কখনো নয়!
পেতে একটু সুখের পরশ
ছুটে চলা রাত্রি দিবস,
কেন তাঁরা ছুটতে ছুটতে
শুধুই হোঁচট খায়?
কেন এমন হয়?
বারে বারে ভাঙা স্বপ্ন
আবার ভেঙে যায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/০৭/২০১৯দারুণ
-
তাবেরী ১০/০৭/২০১৯চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০১৯বেশ!
-
SOUMEN KUMAR CHOUDHURI ০৮/০৭/২০১৯অপুর্ব ভাবনা।
ভালো থাকবেন কবিবর।