কে কার জন্য
খাওয়ার জন্য জীবন, নাকি জীবনের জন্য খাওয়া?
পাওয়ার জন্য চাওয়া, নাকি চাওয়ার গুণে পাওয়া?
আলোর জন্য আঁধার, নাকি আঁধারের জন্য আলো?
ভালোর জন্য মন্দ, নাকি মন্দের জন্য ভালো?
জীবনের জন্য মরণ, নাকি মরনের জন্য জীবন?
আপনের জন্য পর, নাকি পরের জন্য আপন?
ভোগের জন্য ধন, নাকি ধনের জোরে ভোগ?
রোগের জন্য ওষুধ, নাকি ভুল ওষুধে রোগ?
ভয়ের জন্য সাহস, নাকি সাহসের জন্য ভয়?
জয়ের জন্য হার, নাকি হারার জন্য জয়?
জ্ঞানের জন্য পড়া, নাকি পড়ার জন্য জ্ঞান?
ধ্যানের জন্য ভক্তি, নাকি ভক্তির জন্য ধ্যান?
সৃষ্টির জন্য ধ্বংস, নাকি ধ্বংসের জন্য সৃষ্টি?
বৃষ্টির জন্য মেঘ, নাকি মেঘের জন্য বৃষ্টি?
সুখের জন্য দুঃখ, নাকি দুঃখের জন্য সুখ?
বুকের জন্য প্রাণ, নাকি প্রাণের জন্য বুক?
কথার জন্য যুক্তি, নাকি যুক্তির জন্য কথা?
ব্যথার জন্য উপশম, নাকি উপশমের জন্য ব্যথা?
দামের জন্য তুচ্ছ, নাকি তুচ্ছের জন্য দামী?
আমার জন্য তুমি, নাকি তোমার জন্য আমি?
পাওয়ার জন্য চাওয়া, নাকি চাওয়ার গুণে পাওয়া?
আলোর জন্য আঁধার, নাকি আঁধারের জন্য আলো?
ভালোর জন্য মন্দ, নাকি মন্দের জন্য ভালো?
জীবনের জন্য মরণ, নাকি মরনের জন্য জীবন?
আপনের জন্য পর, নাকি পরের জন্য আপন?
ভোগের জন্য ধন, নাকি ধনের জোরে ভোগ?
রোগের জন্য ওষুধ, নাকি ভুল ওষুধে রোগ?
ভয়ের জন্য সাহস, নাকি সাহসের জন্য ভয়?
জয়ের জন্য হার, নাকি হারার জন্য জয়?
জ্ঞানের জন্য পড়া, নাকি পড়ার জন্য জ্ঞান?
ধ্যানের জন্য ভক্তি, নাকি ভক্তির জন্য ধ্যান?
সৃষ্টির জন্য ধ্বংস, নাকি ধ্বংসের জন্য সৃষ্টি?
বৃষ্টির জন্য মেঘ, নাকি মেঘের জন্য বৃষ্টি?
সুখের জন্য দুঃখ, নাকি দুঃখের জন্য সুখ?
বুকের জন্য প্রাণ, নাকি প্রাণের জন্য বুক?
কথার জন্য যুক্তি, নাকি যুক্তির জন্য কথা?
ব্যথার জন্য উপশম, নাকি উপশমের জন্য ব্যথা?
দামের জন্য তুচ্ছ, নাকি তুচ্ছের জন্য দামী?
আমার জন্য তুমি, নাকি তোমার জন্য আমি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৯/০১/২০১৯অসাধারণ।
-
তাবেরী ০৮/০১/২০১৯অসাধারণ।
-
মল্লিকা রায় ০৮/০১/২০১৯ভালো হয়েছে। অভিনন্দন।
-
এস কে শুভ ০৮/০১/২০১৯বাঃ চৎকার ও উত্তম হে কবি।